Advertisement
E-Paper

‘মুখ খুললেই কী কী হয়’, রণবীরের ‘সঙ্গম’ মন্তব্য নিয়ে খোঁচা রহমান, বনি কপূর ও রাজপালের

এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের পরেই কটাক্ষ ধেয়ে আসছে ইউটিউবারের দিকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০
AR Rahman, Rajpal Yadav and Bonny Kapoor shared their opinion on Ranveer Allahbadia’s issue

রণবীরকে নিয়ে কী জানালেন এআর রহমান, বনি কপূর ও রাজপাল যাদব। ছবি: সংগৃহীত।

ইউ়টিউবার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে এসে বিপাকে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। সাধারণত ‘কমেডি’র সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। তাই রসিকতা করতে গিয়েই বিপত্তি। এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের পরেই কটাক্ষ ধেয়ে আসছে ইউটিউবারের দিকে। অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

রণবীরকে একহাত নিয়েছেন এআর রহমানও। আসন্ন ছবি ‘ছাবা’র প্রচার অনুষ্ঠানে এসে সুরকার এআর রহমান বলেন, “গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি মুখ খুললে কী কী হতে পারে।” সঙ্গে সঙ্গে প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছবির নায়ক ভিকি বলেন, ‘রোস্টিং নিয়ে কথা বলুন’। স্পষ্ট হয়ে যায় তাঁদের নিশানা কোন দিকে।

প্রযোজক বনি কপূর সরাসরি এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে, কমেডির নামে কোনও ভাবেই এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় দেন না। তিনি বলেছেন, “ও যা বলেছে, আমি সেগুলো মোটেই আমি সমর্থন করি না। সব কিছুর সীমা থাকে। নিজেকেও নিয়ন্ত্রণ করতে হয়। নিজের বাড়িতে তুমি যা খুশি বলো। কিন্তু সমাজমাধ্যমে সতর্ক থাকতে হয় এই ধরনের মন্তব্য করার আগে।”

রাজপাল যাদবও এই বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “সস্তার খ্যাতি পাওয়ার জন্য আমাদের নতুন প্রজন্ম যে কোথায় চলে যাচ্ছে! এই ধরনের লোকজন নিজেদের বাবা-মাকেও ছাড়ে না!”

তবে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সময় রায়নার হয়ে কথা বলেছেন অভিনেতা আলি গনি। তাঁর বক্তব্য, এত দিন সকলে সময়ের প্রশংসা করতেন। আর একটার ঘটনার পরেই সবাই ওঁর বিরুদ্ধে চলে গেলেন! আলির কথায়, “সময়কে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিয়ো মুছে ফেলতে বাধ্য করা হল। এটা কিন্তু ঠিক হল না। ওই একটা এপিসোডই মুছে দেওয়া যেত শুধু। এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিন্তু ও অনেক পরিশ্রম করেছে।”

Ranveer Allahbadia Rajpal Yadav AR Rahman Bonny Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy