বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। এমনকি লিখিত অভিযোগও দায়ের হয় রণবীরের নামে। প্রকাশ্যে ক্ষমা চান ইউটিউবার। এর মধ্যেই খবর ছড়ায় রণবীরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন তাঁর চর্চিত প্রেমিকা নিক্কি শর্মা। তবে সেই জল্পনায় জল ঢাললেন নিক্কি নিজেই।
বুধবার খবর ছ়ড়িয়ে পড়ে, পরস্পরকে আর অনুসরণ করছেন না রণবীর ও নিক্কি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়। কিন্তু ফের তাঁরা পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি রণবীর বা নিক্কি। যদিও শোনা যায়, দীর্ঘ দিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাঁরা।
নিক্কি তাঁর ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, “যে বন্ধুরা রাত জেগে আপনার সঙ্গে কথা বলেন, সমস্যার দিনে আপনার ডাকে দ্রুত সাড়া দেন, অন্য সব কিছু ফেলে আপনার পাশে থাকেন তাঁদের কুর্নিশ। আপনারা হয়তো সেই কৃতিত্ব পান না। কিন্তু প্রশংসা সত্যিই আপনাদের প্রাপ্য।” এই পোস্ট মূলত লেখক জয় শেট্টির। নিক্কি এই পোস্ট ভাগ করে নেওয়ার পরে নেটাগরিকের আন্দাজ, বর্তমান পরিস্থিতির জন্যই এই পোস্ট করেছেন তিনি।
ঠিক কী ঘটিয়েছেন রণবীর? ইউটিউবার হিসেবেই পরিচিত তিনি। সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীর ও ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে।