গত বছর টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর ১৬তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম। ‘বিগ বস্ ১৬’-র ঘরে অন্যান্য প্রতিযোগীর মাঝখানে নজর কেড়েছিলেন তিনি। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক ও বলিউড তারকা সলমন খানের নজরেও পড়েছিলেন অর্চনা। ‘বিগ বস্’-এর পরে ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়্যালিটি শো-য়েও অংশগ্রহণ করেছেন তিনি। এই মুহূর্তে টেলিভিশনের পরিচিত মুখ হলেও রাজনৈতিক কর্মী হিসাবে নিজের তৈরি করা জায়গা খোয়াতে চান না তিনি। সেই ভাবনা থেকেই সম্প্রতি রাজধানী দিল্লিতে কংগ্রেসের দফতরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবাও। দফতরের বাইরে দলেরই কর্মীদের হাতে হেনস্থার শিকার অর্চনা। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, দলীয় কর্মীরা সবাই মিলে রীতিমতো মারধর করছেন অর্চনা ও তাঁর বাবাকে। আনন্দবাজার অনলাইন যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
Bigg Boss 16 fame Archana Gautam and her father were allegedly beaten by the karyakartas of the Congress party.
— #BiggBoss_Tak
They were stopped from entering the party office and were beaten at the gate itself.
Archana, who is a big supporter of the Congress party, was trying to enter the… pic.twitter.com/GeYV6YHfnl(@BiggBoss_Tak) September 29, 2023
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লিতে কংগ্রেসের এক দফতরে বাবার সঙ্গে ঢুকছেন অর্চনা। কিন্তু পার্টি অফিসে ঢোকার মুখেই বাধা পান তাঁরা। আচমকাই তাঁদের আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী ও সমর্থক। এমনকি ইট তুলেও তাঁকে মারতেও যান কেউ কেউ। পার্টি অফিসে আর পা রাখতে পারেননি অর্চনা। হেনস্থার শিকার হয়েছেন অর্চনার বাবাও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে গিয়েছেন তাঁর বৃদ্ধ বাবা। তাঁর জন্য চিৎকার করে জল চাইছেন অর্চনা।
খবর, মহিলা সংরক্ষণ বিল পাশে সাফল্যের জন্য কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং নেতা মল্লিকার্জুন খড়্গেকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অর্চনা ও তাঁর বাবা। তবে সেই কাজ আর করা হয়ে ওঠেনি। তবে কেন পার্টি অফিসে ঢোকার মুখে এমন উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়তে হল অর্চনাকে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।