নতুন করে আবার বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে? রবিবার কৃতি শ্যানন এবং তাঁর চর্চিত প্রেমিক কবির বাহিয়াকে একসঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখার পর এ রকমই গুঞ্জন শুরু। কৃতি অবশ্য মুখোশে, রোদচশমায় নিজের মুখ আপ্রাণ ঢাকার চেষ্টা করেছেন। কিন্তু ছবিশিকারিদের চোখ এড়ানোর সাধ্য কার? এর পরেই গুঞ্জন ছড়িয়েছে, নায়িকা পেশাজীবনে থিতু অনেক দিন। এ বার ব্যক্তিগত জীবনেও বুঝি থিতু হওয়ার পালা। তাই কি প্রেমিককে নিয়ে দিল্লিতে হাজির কৃতি?
কৃতির প্রেমিক কবির প্রবাসী উদ্যোগপতি। দু’জনেরই মা-বাবা থাকেন দিল্লিতে। একজোটে তাই দিল্লিতে পৌঁছতেই বিয়ের গুঞ্জন জোরদার।
আরও পড়ুন:
একসঙ্গে হাঁটেননি তাঁরা। দু’জনের মধ্যে দূরত্ব ছিল খানিক। পোশাকে রংমিলন্তিও সাজেননি। কৃতি বেছে নিয়েছিলেন সাদা টপ, জিনস, কালো চামড়ার জ্যাকেট আর টুপি। কবির ঝকঝকে কালো পোশাকে। তা সত্ত্বেও তাঁদের রসায়ন নাকি নজর কেড়েছে বিমানবন্দরে উপস্থিত অনেকেরই। সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করে সঙ্গে সঙ্গে তা সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরোনোর মুখে আর দূরত্ব বজায় রাখতে পারেননি কেউই। ইশারায় কবির ডেকে নিয়েছেন কৃতিকে। নায়িকাও সাড়া দিয়েছেন ইশারাতেই। পিছন থেকে ক্যামেরায় ধরা সেই মুহূর্ত। ফলে, টেরই পাননি দু’জনের কেউই!