রাজ-মিমির যে ব্রেকআপ হয়েছে টলিউডে তা আর নতুন খবর নয়। বরং রাজ এখন শুভশ্রীর সঙ্গে প্রেম করছেন। খবর এটাই। যদিও রাজ বা শুভশ্রী কেউই মুখ খোলেননি। তবে ক্রিসমাসে একসঙ্গে সেলিব্রেশনে বা প্রায় সব অনুষ্ঠানেই এই জুটির একসঙ্গে যাওয়া দেখে এই সম্পর্কের কথা বলছেন টলিউডের অনেকেই।
আরও পড়ুন, ‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’
সম্প্রতি সেই তথ্যকে আরও জোরদার করল একটি ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ রাজ। সেখানে দেখা যাচ্ছে গুজরাতের রণথম্বোরে একসঙ্গে বেড়াতে গিয়েছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা। রণথম্বরে জঙ্গল সাফারির সময় তোলা সেই ভিডিও আপাতত ওয়েব ওয়ার্ল্ডে ভাইরাল।