Advertisement
E-Paper

দলে ফিরলেন রূপাঞ্জনা, ‘দিদি’র মুখে শ্রাবন্তীর নাম! এঁরাই কি বিধানসভা নির্বাচনের মুখ?

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর মুখে একাধিক তারকার নাম জল্পনা উস্কে দিল। এঁরা কি তা হলে ২০২৬-এর ভোটে শাসকদলের অন্যতম মুখ হতে চলেছেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:০৪
এঁরাই কি আগামী বিধানসভা নির্বাচনের মুখ?

এঁরাই কি আগামী বিধানসভা নির্বাচনের মুখ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাম। দলে ফিরলেন রূপাঞ্জনা মিত্র। মঞ্চেই তাঁর দেখা মিলল। শ্রাবন্তীর মতো গত বছর থেকে শাসকদলের এ দিনের মঞ্চে হাজিরা দিচ্ছেন রিমঝিম মিত্রও। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর মুখে একাধিক তারকার নাম স্বাভাবিক ভাবেই জল্পনা উস্কে দিয়েছে। সভাভঙ্গের পরেও বিষয়টি নিয়ে চর্চা চলছেই। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যাঁদের নাম সমাবেশে নিলেন তাঁরা কি তা হলে ২০২৬-এ ভোটের অন্যতম মুখ?

বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানে আনাগোনা নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার শুরু থেকেই সেই প্রবণতা। দেব, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ কিংবা মিমি চক্রবর্তী, নুসরত জাহান সেই তালিকার অন্তর্গত। লোকসভা থেকে বিধানসভা— সর্বত্র শাসকদলের তারকা উপস্থিতি তাৎপর্যপূর্ণ।

এঁদের মধ্যে কাদের দেখা যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে?

এঁদের মধ্যে কাদের দেখা যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে? ছবি: সংগৃহীত।

সেই ধারাকে অব্যাহত রেখেই কি শ্রাবন্তী, রূপাঞ্জনা বা রিমঝিম নতুন সংযোজন?

জানতে আনন্দবাজার ডট কম ফোন করেছিল বর্ষীয়ান অভিনেতা এবং শাসকদলের ঘনিষ্ঠ ভরত কলকে। তিনি কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেননি। ভরতের কথায়, “হতেই পারে। এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।” তাঁর মতে, শ্রাবন্তী বেহালায় ভীষণ জনপ্রিয়। একই ভাবে রাজনীতির আঙিনায় পরিচিত মুখ রূপাঞ্জনা, রিমঝিম। তিনি শুরুতে শাসকদলের সক্রিয় সদস্য ছিলেন। মাঝে দূরত্ব তৈরি হলেও এখন আবার ‘ঘরের মেয়ে ঘরে’ ফিরেছেন। ফলে, তাঁদের সম্ভাবনাও জোরালো।

তবে এঁরাই হবেন বা এঁদের মধ্যে কেউ হবেন— এ রকম নির্দিষ্ট কোনও খবর ভরত জানেন না। তিনি বলেছেন, “শেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। তিনিই একমাত্র জানেন, কাদের তিনি বাছতে চলেছেন।”

এই কয়েক জনের পাশাপাশি টলিউডের জল্পনায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি নাম। তাঁরা সৌমিতৃষা কুণ্ডু, তৃণা সাহা, ভিভান ঘোষ, রিজওয়ান রব্বানি শেখ, তিয়াসা লেপচা। এঁরাও শাসকদলের যে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

Subhashree Ganguly Srabanti Chatterjee Rupanjana Mitra Rimjhim Mitra TMC assembly vote
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy