Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Arijit Singh beats Taylor Swift

ন্যাশভিল নয়, জিয়াগঞ্জেরই জয়! জনপ্রিয়তায় পপ তারকা টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিংহ

দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। এ বার জনপ্রিয়তার নিরিখে বিশ্বের দরবারেও নিজের জায়গা আরও পোক্ত করলেন অরিজিৎ সিংহ। পিছনে ফেললেন পপ তারকা টেলর সুইফটকেও।

Arijit Singh surpasses Taylor Swift and Billie Eilish to become third most followed artist on Spotify

(বাঁ দিকে) টেলর সুইফট, অরিজিৎ সিংহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১৫:২৬
Share: Save:

একটা-দুটো নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। তা ছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তাঁর মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা তিনি। অন্যতম ধনী তারকাও বটে। টেলর অ্যালিসন সুইফট। বিশ্বখ্যাত পপ তারকাকে ছাড়িয়ে গেলেন বাঙালি গায়ক অরিজিৎ সিংহ। কী ভাবে?

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিংহ। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তাঁর অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যাঁর অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। তার পরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়ক হিসাবে পথচলা শুরু করলেও সেই অনুষ্ঠানে নিজের ব্যর্থতায় মুষড়ে পড়েননি অরিজিৎ। নিজের প্রতিভাকে আরও শান দিয়েছেন গায়ক। তার ফলও পেয়েছেন হাতেনাতে। বলিউডের তো বটেই, এই মুহূর্তে বিশ্বেরও স্বনামধন্য গায়ক তিনি। অন্য দিকে, আপাতত নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ় ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন গায়িকা। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছর ১৭ অগস্ট শেষ হতে চলেছে তা। চলতি বছরের নভেম্বরে ১০০ কোটি টাকার মালিক হতে চলেছেন টেলর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE