Arjun Chakrabarty shares his daughter's picture dgtl
সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করলেন অর্জুন
‘ক্রিসক্রস’, ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘ব্যোমকেশ গোত্র’— এই তিনটি ছবিতে অর্জুনের অভিনয় দেখেছেন দর্শক। তবে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ গোত্র’য় অর্জুন অভিনীত ‘সত্যকাম’।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৬:৪৮
সপরিবার অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
২০১৯ বেশ ভালই গেল অভিনেতা অর্জুন চক্রবর্তীর। তিনটি ভিন্ন চরিত্রে পর্দায় তাঁকে দেখেছেন দর্শক। আর ব্যক্তি জীবনেও শুরু হয়েছে একটি নতুন অধ্যায়। বাবা হয়েছেন অর্জুন। নতুন বছরের প্রথমেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।
‘ক্রিসক্রস’, ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ‘ব্যোমকেশ গোত্র’— এই তিনটি ছবিতে অর্জুনের অভিনয় দেখেছেন দর্শক। তবে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ গোত্র’য় অর্জুন অভিনীত ‘সত্যকাম’। পরিচালক যে তাঁর ওপর আস্থা রেখে ভুল করেননি তা প্রমাণ করেছেন অর্জুন। সেই তিন চরিত্রের লুকের ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি অন্য ছবিতে স্ত্রী ও মেয়ের সঙ্গে রয়েছেন অভিনেতা।
ব্যক্তি জীবনের ভূমিকাকেই সবথেকে বেশি এগিয়ে রাখতে চান অর্জুন। নিজের স্ত্রী ও কন্যার জন্য সবচেয়ে ভাল মানুষ হয়ে উঠতে চান তিনি। এই মুহূর্তে ধ্রব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা।