সদ্যোজাতের বয়স এক সপ্তাহ পূর্ণ হতে না হতেই করিনার বাড়িতে কাণ্ড ঘটালেন এক পাপারাৎজি। মাত্র এক দিন আগেই জানা গিয়েছে, সদ্য হওয়া বাবা-মা সইফ আলি খান ও করিনা কপূর খান ঠিক সময় মতো তাঁদের দ্বিতীয় সন্তানকে জনসমক্ষে আনবেন। পরিবারের বাকিরা অবশ্য সবুর করেননি। ববিতা কপূর, করিশ্মা কপূর, অর্জুন কপূর ও মালাইকা অরোরা প্রমুখ দেখে গিয়েছেন তৈমুরের ভাইকে। কিন্তু এ বারে অর্জুন ও মালাইকার ছবি তুলতে গিয়ে পটৌডি পরিবারের ব্যক্তিগত পরিসরে জোর জবরদস্তি প্রবেশ করার চেষ্টা করলেন এক ক্যামেরাওয়ালা।
করিনার দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই অভিনেত্রীর নেটমাধ্যমের দেওয়ালে চোখ নেটাগরিকদের। সেই অগস্ট মাস থেকে অপেক্ষায় রয়েছেন দেশবাসী। সদ্য মা হওয়া করিনা কপূর খান নিজের ছবি পোস্ট করেছেন সম্প্রতি। কিন্তু করিনার থেকেও সদ্যোজাতের ছবি দেখার জন্য বেশি মুখিয়ে দেশের মানুষ। এ ছাড়াও তাঁদের বাড়িতে কে আসছেন, কে যাচ্ছেন, সব কিছুতে উৎসাহ নেটাগরিকদের। আর তাঁদের উৎসুক মনে রসদ জোগানোর পেশায় রয়েছেন পাপারাৎজিরা।