বিয়ে হবে? নাকি হবে না? মালাইকা অরোরা এবং অর্জুন কপূরকে নিয়ে এই জল্পনার অবসান নেই। বুধবার সূত্রের খবর, তাঁরা নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করবেন। তারই প্রস্তুতি নিচ্ছেন তারকা জুটি। শোনা গিয়েছিল, পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিনা আড়ম্বরে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে।
কিন্তু এই খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন ইনস্টাগ্রামে স্টোরি দেন। তাঁর লেখা দেখে ধারণা করা যায়, তিনি এই বিয়ের গুঞ্জনকে নস্যাৎ করে দিলেন।