অর্জুন-মালাইকা
অর্জুন কপূর এবং মালাইকা অরোরার মুচমুচে প্রেম বলিপাড়ায় কারও অজানা নেই। কিন্তু সুযোগ পেলে প্রেমিকাকে নিয়ে মস্করা করতেও যে ছাড়েন না অর্জুন তার প্রমাণ মিলল আরও এক বার। সোশ্যাল মিডিয়ায় সবার সামনে মালাইকাকে ট্রোল করলেন অর্জুন!
ঠিক কী হয়েছিল? রবিবার বিখ্যাত আইরিশ রক ব্যান্ড ‘ইউটু’র কনসার্ট ছিল মুম্বইতে। মালাইকাও বন্ধুদের নিয়ে শুনতে গিয়েছিলেন সেই কনসার্ট। ইনস্টাগ্রামে সেই মনোরম সন্ধ্যার পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী।
ব্যান্ডের সদস্যদের গান গাওয়ার ছবি শেয়ার করে আপ্লুত মালাইকা লেখেন, “এ ভাবে এত কাছ থেকে এঁদের দেখেছি। এর চেয়ে ভাল আর কী-ই বা হতে পারে?”
দেখে নিন সেই পোস্ট
এর পরেই মস্করায় মেতে ওঠেন অর্জুন। প্রেমিকার সেই পোস্টে অর্জুন লেখেন, “তুমি ওঁদের সঙ্গে স্টেজে ছিলে না!” দর্শকাসনে বসার থেকে অনস্টেজ পারফর্ম করতেই বেশি দেখা যায় মালাইকাকে। কিন্তু ওই কনসার্টে তাঁর ভূমিকা একেবারেই অন্য। সে জন্যই বোধহয় প্রেমিক অর্জুনের এই রসিকতা। হাল্কা করে কি একটু খোঁচাও দিয়ে দিলেন ভালবাসার মানুষটিকে?
আরও পড়ুন-এই সামান্য কারণে অক্ষয়-ক্যাটরিনার ব্লকবাস্টার ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিলেন নিনা গুপ্ত!
ইউটু-র ওই কনসার্টে মালাইকা ছাড়াও উপস্থিত ছিলেন বলি টাউনের নানা চেনা মুখ। ছেলেদেরসঙ্গে হাজির হয়েছিলেন হৃতিক রোশনও। এ ছাড়াও ‘ফাঙ্কি’ অবতারে উপস্থিত ছিলেন দীপিকা এবং রনবীর সিংহও।
দেখে নিন মালাইকার কিছু ছবি
Holy guacamole ..... #sistaact ♥️ #fitnfabaward @amuaroraofficial#bestfootforward