মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য শেষ হয়ে গিয়েছে অর্জুন রামপালের। সেই সম্পর্কের পর ফের অর্জুনের প্রেমের গসিপ শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার মডেল তথা অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেই সম্পর্ক এ বার স্বীকার করে নিলেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় গ্যাব্রিয়েলার সন্তান সম্ভাবনার কথা জানালেন তিনি।
নিজেদের ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘তোমাকে পেয়ে, সব কিছু নতুন করে শুরু করতে পেরে আমি সৌভাগ্যবান। এই সন্তানের জন্য ধন্যবাদ।’
অর্জুন-গ্যাব্রিয়েলার একত্রে এ বছরই ছিল প্রথম হোলি। অভিষেক কপূরের দেওয়া হোলিপার্টিতে যুগলে গিয়েছিলেন। ক্যামেরায় পোজও দেন তাঁরা। তবে সম্পর্কের বিষয়ে তখনও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।