বন্ধুত্ব ৭ বছরের। প্রেম আড়াই বছরের। খ্যাতিলাভের পরে নেটমাধ্যমে কখনওই সে ভাবে নিজেদের প্রেম উদযাপনের সুযোগ পাননি তাঁরা। যখন সুযোগ এল, সম্পর্ক গেল ভেঙে। দু’জনেই টেলিপাড়ার পরিচিত মুখ। এক জন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের নায়িকা অর্কজা আচার্য। আর এক জন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘মিঠাই’-এর অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। যথাক্রমে এই দুই ধারাবাহিকে ‘ভূপাল’ এবং ‘সন্দীপ’-এর চরিত্রে অভিনয় করেন অভিনেতা। নিরুপমা ও ভূপাল অথবা সন্দীপের প্রেম গাঁথায় ইতি পড়েছে বলে গুঞ্জন টেলিপাড়ায়।
আনন্দবাজার ডিজিটাল অর্কজা ও বিশ্বাবসুর সঙ্গে যোগাযোগ করলে তাঁরা কেউই বিচ্ছেদ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। অর্কজা জানালেন, তাঁরা এখনও বন্ধু। ভবিষ্যতে কাজ করতে হলেও তাঁর কোনও অসুবিধা নেই। সম্পর্ক নিয়ে তিনি এখন কিছু ভাবতেই রাজি নন। অর্কজার ভাষায়, ‘‘লকডাউন, ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই খুব চিন্তায় আছি। এটা আমার প্রথম ধারাবাহিক। তাই এর বাইরে আপাতত অন্য কোনও বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না।’’ একই ভাবে বিশ্বাবসুও প্রেম অথবা বিচ্ছেদ নিয়ে কথা বলতে চান না। তবে তাঁর কথায়, ‘‘অর্কজা আমার বহু দিনের বন্ধু ও সহকর্মী। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনাও রয়েছে।’’