তিনি ‘চিত্রকর’। অনন্ত এই মুহূর্তে তাঁকে ‘চিত্রকর’ সম্বোধন করলে হয়তো খুব একটা অত্যুক্তি হবে না। তিনি অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।
কিন্তু কেন তিনি ‘চিত্রকর’? রহস্য লুকিয়ে রয়েছে পরিচালক শৈবাল মিত্রের ছবি ‘চিত্রকর’-এ। গত ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। আর সেখানে অর্পিতা একজন চিত্রকরের ভূমিকায় অভিনয় করেছেন।
দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিনোদবিহারী মুখোপাধ্যায় ও আমেরিকার মার্ক রথকো-র জীবনের দু’টি ছোট ঘটনা নিয়ে গল্প লিখেছিলেন শৈবাল। শিল্পের বিভিন্ন মাধ্যম যেমন ছবি আঁকা হোক বা নাটক— যাঁরা যুক্ত সকলেই ছবিটি দেখে আইডেনটিফাই করতে পারবেন বলে দাবি করেছিলেন পরিচালক। ছবিতে একই সঙ্গে উঠে এসেছে মডার্ন ও পোস্ট মডার্ন শিল্পের নানা আঙ্গিক। ধৃতিমান চট্টোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, শুভ্রজিত্ দত্ত, দেবদূত ঘোষের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।