Advertisement
১১ মে ২০২৪
Shah Rukh Khan

Aryan Khan: সহজে বাড়ি ফিরছেন না আরিয়ান! কেন বারবার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আবেদন?

‘নারকোটিক ডাগ্রস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স’ (এনসিপিএস) আইনের আওতায় একাধিক ধারায় অভিযুক্ত আরিয়ান এবং তাঁর সঙ্গীরা।

সহজে ছাড়া পাচ্ছে না আরিয়ান।

সহজে ছাড়া পাচ্ছে না আরিয়ান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৪:৫৭
Share: Save:

আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ান খানের। আর পাঁচ জন অভিযুক্তের সঙ্গে রয়েছেন তিনি। মুম্বই ম্যাজিস্ট্রেট আদালত শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ‘নারকোটিক ডাগ্রস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স’ (এনসিপিএস) আইনের আওতায় একাধিক ধারায় অভিযুক্ত আরিয়ান এবং তাঁর সঙ্গীরা। এখানেই প্রশ্ন উঠছে, কেন বারবার জামিনের আবেদন খারিজ হচ্ছে আরিয়ানের?

নগর দায়রা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নেরিলকার জানিয়েছেন, কোনও অপরাধের জন্য তিন বছরের বেশি শাস্তি ধার্য থাকলে, ম্যাজিস্ট্রেট আদালত সেই অপরাধের জামিনের আবেদন দ্রুত মঞ্জুর করতে পারে না।

নেরিলকারের বক্তব্য, আরিয়ান এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি এবং ব্যবহারের অভিযোগ হয়েছে। যে কারণেই সহজে জামিন মিলছে না শাহরুখ-পুত্রের। ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে মাদক ব্যবহার হয়েছে প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে তাঁদের।

গত শনিবার মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান-সহ কয়েক জনকে। পরোয়ানায় লেখা হয়, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে প্রমোদতরীর টার্মিনালে। এনসিবি-র পেশ করা পঞ্চনামায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়েই প্রমোদতরীতে ওঠেন আরিয়ান। তাঁর বন্ধুর জুতো থেকেও মেলে মাদক। অনুমান, খুব সহজে বাড়ি ফিরছেন না শাহরুখ-পুত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Aryan Khan NCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE