বাবাদের গানে বরাবরই মোহিত বাঙালি শ্রোতা। এ বার জুটি বাঁধলেন পরের প্রজন্ম। শ্রীকান্ত আচার্যের ছেলে পূরব শীল আচার্য এবং মনোময় ভট্টাচার্যের ছেলে আকাশ ভট্টাচার্য। পুজোর মুখে মুক্তি পেয়েছে তাঁদের নতুন গান ‘যদি বৃষ্টি নামে’।
গত ৫ অক্টোবর ইউ টিউবে প্রকাশিত হয়েছে গান। কথা আকাশের। সুর দিয়েছেন পূরব। গেয়েছেন দু’জনে মিলেই। মনোময় ও শ্রীকান্তের পুত্রদের যুগলবন্দি ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকায়। অন্তত ভিডিয়োর দর্শক সংখ্যা এবং মন্তব্য বাক্স তেমনই ইঙ্গিত দিচ্ছে। দুই তরুণ শিল্পীর জুটি প্রশংসা আদায় করেছে গায়ক অনুপম রায়েরও।