Advertisement
E-Paper

Asha Parekh: ফেসবুক, ইনস্টাগ্রামে থাকা পছন্দ করি না, বেশি প্রচারের আলো আমার চাই না: আশা পারেখ

আগের মতোই উচ্ছল, আগের মতোই উজ্জ্বল। একদা পর্দা কাঁপানো অভিনেত্রী কেন নেই নেটমাধ্যমে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ২০:১৯
আড়াল-আবডাল থাকুক, তাতেই যে টান বাড়ে!

আড়াল-আবডাল থাকুক, তাতেই যে টান বাড়ে!

তরতাজা ফুলের মতো অভিনেত্রী আশা পারেখ আর ও দিকে রাজেশ খন্না। ধন্য ধন্য করেছেন সে কালের দর্শক। সত্তরের দশকের ‘কটি পতঙ্গ’ আজও ভোলেননি মানুষ। এ প্রজন্মের কত কিশোর-কিশোরীও যে সে ছবি দেখে চোখের জলে ভাসে, তার ইয়ত্তা নেই। ‘ক্যারাভ্যান’, ‘তিসরি মঞ্জিল’- পরপর হিট ছবি, আশা পারেখের জনপ্রিয়তাও বরাবরই তুঙ্গে। প্রবীণ অভিনেত্রী নিজেও সবটা জানেন। নিভৃতে জীবনরস উপভোগ করে চলেছেন আজও। যদিও নেটমাধ্যমে তাঁর হদিশ নেই।

সম্প্রতি মুম্বইয়ের এক চলচ্চিত্র উৎসবে এসে মন খুলে কথা বললেন আশি ছুঁইছুঁই আশা। জানালেন, তিনি আজও কাজ করতে আগ্রহী। উৎসাহ কিছুমাত্র কমেনি। তবে আর সকলের মতো নেটমাধ্যমে ভার্চুয়াল প্রোফাইল সামলাতে ভাল লাগে না তাঁর। এমনিই মানুষ তাঁর কথা মনে রেখেছেন, এতেই খুশি এক কালের ব্যস্ত নায়িকা। অভিনেত্রীর দাবি, প্রতিনিয়ত তারকাদের জীবনের খুঁটিনাটি সামনে চলে এলে উৎসাহ হারিয়ে ফেলেন ভক্তরা। বরং, আড়াল-আবডাল থাকুক, তাতেই যে টান বাড়ে!

তিনি আজও কাজ করতে আগ্রহী

তিনি আজও কাজ করতে আগ্রহী

একদা লাখো লাখো দর্শককে বুঁদ করে রাখা হাসি আজও আগের মতোই উজ্জ্বল। আশা বলেন, সৌন্দর্য তো মানুষের মনে, আত্মবিশ্বাসে। না হলে বহিরঙ্গে সবাই আজকাল একই রকম সাজেন, খান, ঘোরেন। কাউকে আর কারও থেকে আলাদা করার সুযোগ নেই!

Asha Parekh Social Media star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy