Aurn Govil, Deepika Chikhalia and Sunil Lahri reunite on The Kapil Sharma show after 33 years dgtl
৩৩ বছর পর ফের এক সঙ্গে রাম, লক্ষ্মণ, সীতা
৩৩ বছর পর ফের একসঙ্গে দেখা গেল তাঁদের। সৌজন্যে দ্য কপিল শর্মা শো।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৩:৫৯
রাম, লক্ষ্মণ, সীতা। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দূরদর্শনের পর্দায় প্রথম বারের জন্য এসেছিল ১৯৮৭তে। রাম, লক্ষ্মণ ও সীতাকে নিয়ে মেতে উঠেছিল গোটা দেশ। ‘রামায়ণ’-এর জন্য বিখ্যাত হয়ে উঠলেও সেই তিন জন অভিনেতাকে তেমন ভাবে পরে আর দেখতে পাওয়া যায়নি। ৩৩ বছর পর ফের একসঙ্গে দেখা গেল তাঁদের। সৌজন্যে দ্য কপিল শর্মা শো।
রামানন্দ সাগরের সেই ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। বর্তমানে তাঁর বয়স ৭১ বছর। সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিকলিয়া। বর্তমানে তাঁর বয়স ৫৪ বছর। লক্ষ্মণের চরিত্রে দেখা গিয়েছিল সুনীল লহরী। সেই তিন জনই সম্প্রতি এসেছিলেন কপিল শর্মার শো-তে। সেই সূত্রে প্রায় ৩৩ বছর পর আবার এক ফ্রেমে দেখা গেল তাঁদের।
রাম, লক্ষ্মণ, সীতার এক সঙ্গে আসার ছবি-ভিডিয়ো ‘সোনিটিভিঅফিসিয়াল’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে মঙ্গলবার। তা দেখে নস্ট্যালজিক হয়ে পড়ছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—