Advertisement
E-Paper

বিরাট-অনুষ্কার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন, উইম্বলডনের গ্যালারিতেও কি পড়ল সেই ছায়া!

বিরাট-অনুষ্কার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির ছায়া! উইম্বলডনের কোর্টে নাকি পৌঁছে গেলেন সেই তরুণী নায়িকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৯
Avneet Kaur Attending Wimbledon 2025 On Same Day As Virat Kohli And Anushka Sharma Present

উইম্বলডনে খেলা দেখছেন বিরাট-অনুষ্কা। ছবি: সংগৃহীত।

২০১৫ সালে উইম্বলডনে খেলা দেখতে এসেছিলেন। ১০ বছর পর ফের উইম্বলডন কোর্টে বিরাট কোহলি। এ বার যদিও স্ত্রী অনুষ্কা শর্মা ছিলেন সঙ্গে। ইতিমধ্যেই টেনিস চ্যাম্পিয়নশিপের মাঠে বিরাট-অনুষ্কার একাধিক ছবি ভাইরাল হয়েছে। অভিনেত্রীকে একাধিক ছবিতে বেজার মুখে দেখা গিয়েছে। অনুমতি না নিয়ে সে ছবি প্রকাশ্যে নিয়ে আসায় তীব্র নিন্দা করেছেন অনুষ্কা। এর মাঝে অন্য কিছু দেখছেন নিন্দকেরা। বিরাট-অনুষ্কার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির ছায়া! উইম্বলডনের কোর্টেও নাকি পৌঁছে গেলেন সেই তরুণী নায়িকা।

মাস কয়েক আগে বিরাট কোহলি নাকি অসাবধনতাবশত একটি ভুল করে বসেন। অনুষ্কার জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট দেন। সে দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন কোহলি। আইপিএল-এর মাঝে কোহলিকে নিয়ে হঠাৎ হইচই শুরু হয়। অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন।

পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে সমাজমাধ্যমে ব্যাখ্যা দিতে বাধ্য হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি লিখেন, ‘‘ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে কিছু একটা ঘটে গিয়েছে। এর পিছনে আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না। সকলকে অনুরোধ, এই বিষয়টি নিয়ে অকারণ চর্চা বন্ধ হোক। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারবেন। ধন্যবাদ।’’

এই ঘটনার পর ফের উইম্বলডনের মাঠে অবনীত ও বিরাট। সাদা পোশাকে দেখা গেল অবনীতকে। ছবি তুলে অভিনেত্রী লেখেন, ‘‘একটা সুন্দর দিন উইম্বলডনে।’’ একই জায়গা একই দিনে অবনীত ও বিরাটের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। একে নিতান্তই কাকতালীয় মানতে নারাজ অনেকেই।

Celeb Gossip Virat Kohli Anushka Sharma Avneet Kaur Wimbledon 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy