Advertisement
E-Paper

ফের অনন্যার জুতোয় পা সারার! ‘ড্রিম গার্ল ২’-এর ‘প্রাক্তন’ এর সঙ্গেই নতুন রসায়ন?

কর্ণের আগামী ছবিতে অ্যাকশন-কমেডির মোড়ক। সেখানেই প্রথম জুটি বাঁধতে চলেছেন আয়ুষ্মান-সারা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এই খবর মঙ্গলবার সমাজমাধ্যমে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৩:১৮
Ayushman khurana, sara ali khan will pair in karan johar\\\\\\\'s next movie

(বাঁ দিক থেকে) আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

না চাইলেও বার বার একই ঘটনা ঘটছে! অনন্যা পাণ্ডে বড় করে ছায়া ফেলছেন সারা আলি খানের উপরে? যেমন, অনন্যার সঙ্গে সিদ্ধার্থ রায় কাপুরের বিচ্ছেদের পরেই তাঁকে দেখা গিয়েছে সারার সঙ্গে। শোনা যাচ্ছে, এ বার নাকি অনন্যার জন্য ভাবা চরিত্রে দেখা যাবে তাঁকে। কাণ্ডটা ঘটাচ্ছেন কর্ণ জোহর। তাঁর আগামী ছবির নায়ক আয়ুষ্মান খুরানা। তাঁর ‘ড্রিমগার্ল’ এ ভাবে বদলে যাবে, আদৌ ভেবেছিলেন আয়ুষ্মান খুরানা? তাঁর অনুরাগীরাই ভাবেননি। কর্ণ ভাবতে পেরেছিলেন। তাই, অনন্যাকে সরিয়ে তিনি বেছেছেন সারাকে! খবর ছড়াতেই নিন্দুকেরা বাঁকা হাসি হেসেছেন। যুক্তি, কী কপাল! বার বার অনন্যার ‘প্রাক্তন’ সারার ‘বর্তমান’। সে রিল লাইফেই হোক কিংবা রিয়েল!

আসল ঘটনা কী? খবর, কর্ণের আগামী ছবিতে অ্যাকশন-কমেডির মোড়ক। সেখানেই প্রথম জুটি বাঁধতে চলেছেন আয়ুষ্মান-সারা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এই খবর মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তার পর থেকেই চর্চা শুরু।

দুই তারকার অনুরাগীরা পর্দায় তাঁদের প্রিয় তারকাদের নতুন রসায়ন দেখার জন্য মুখিয়ে। নায়ক-নায়িকা কতটা খুশি? একাধিক সাক্ষাৎকারে নাকি বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন আয়ুষ্মান। তাঁর মতে, এক, এই প্রথম করণের সঙ্গে কাজ। ছবির যৌথ প্রযোজনায় গুণিত মোঙ্গার শিক্ষা এন্টারটেনমেন্ট। এই প্রযোজক জুটির অবশ্য এটি তৃতীয় ছবি। দুই, বিপরীতে সারা। সবটাই তাঁর কাছে খুব টাটকা। আর নতুন কিছু মানেই ভাল কিছু। তাই তিনিও শুট শুরুর অপেক্ষায়। সারাও কি আয়ুষ্মানের সঙ্গে কাজ করার জন্য এতটাই মুখিয়ে? খবর, এখনও নাকি বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি।

New Bollywood Movie Karan Johar Sara Ali Khan Ayushmann Khurrana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy