বিনোদ খন্নার শেষযাত্রায় বর্তমান বলিউড তারকাদের অধিকাংশ অনুপস্থিত থাকায় রেগে গিয়ে টুইট করেছিলেন ঋষি কপূর। গত ২৭ এপ্রিল বিনোদের প্রয়াণের ঠিক এক সপ্তাহ পরে তাঁর স্মরণসভায় দেখা গেল এর উল্টো ছবি। শাহরুখ খান, আমির খান, ঐশ্বর্যা রাই বচ্চন, হৃতিক রোশন, অর্জুন রামপাল, ফারহান আখতার, আথিয়া শেট্টি-সহ একঝাঁক বলি তারকা হাজির ছিলেন। অমিতাভ বচ্চন, শক্তি কপূর-সহ প্রবীণ তারকারাও বিনোদের স্মরণসভায় উপস্থিত ছিলেন। তব্বু, বনি কপূর-শ্রীদেবী, কপিল দেব, পূজা ভট্টকেও দেখা যায় স্মরণসভায়। এ ছাড়া বিনোদের তিন ছেলে রাহুল, অক্ষয় ও সাক্ষী উপস্থিত ছিলেন। এ দিন ঋষি টুইট করেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির সকলকে ধন্যবাদ। খন্না পরিবারের প্রতি আপনারা যে সংহতি, পারস্পরিক নির্ভরতা দেখিয়েছেন তা ভাল লাগছে…। আমি সকলকে ভালবাসি।’
আরও পড়ুন, বিনোদের শেষকৃত্যে অনুপস্থিত নতুন প্রজন্মের তারকাদের ‘চামচা’ বললেন ঋষি
Thank you my film brethren for your solidarity shown towards the Khanna family. Hum mein ab bhi insaniyat baaki hai. Love you all
— Rishi Kapoor (@chintskap) May 3, 2017