মাত্র তিন দিন হল মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২’। এর মধ্যেই বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব জুড়ে ছবিটির আয় ৫৪০ কোটি টাকা। নিঃসন্দেহে এই ছবি নিয়ে লেখা হবে নতুন ইতিহাস।
আরও পড়ুন, ‘বাহুবলী ২’-এ রিভিউ দিলেন রজনীকান্ত!
সূত্রের খবর প্রথম দিনেই ছবিটির আয় ছিল ১২১ কোটি টাকা। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ কোটি টাকা। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন। কর্ণ এ দিন টুইট করেন ‘ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলী ২এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশার অতীত…।’ ! ( ) ( ) ( !!!!!) !!
HISTORIC WEEKEND! Here is the HINDI language all india fri ( 41 crores) Saturday ( 40.5) Sunday ( 46.5!!!!!) grand total 128!! #Baahubali2 pic.twitter.com/IEPWSlgICp
— Karan Johar (@karanjohar) May 1, 2017
সূত্রের খবর প্রথম দিনেই ছবিটির আয় ছিল ১২১ কোটি টাকা। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ কোটি টাকা। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন। কর্ণ এ দিন টুইট করেন ‘ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলী ২এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশার অতীত…।’
বিশ্ব জুড়ে প্রায় ন’হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। তার মধ্যে ভারতে প্রায় সাড়ে ছ’হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। এটাও রেকর্ড। শেষপর্যন্ত হিসেবটা কোথায় গিয়ে দাঁড়ায় সে দিকেও তাকিয়ে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy