বয়স এক বছরও নয়। কিন্তু পরিবারের এই খুদে সদস্যই মাতিয়ে রাখে গোটা বাড়ি। কাজের ফাঁকে তাকেই সময় দিতে পছন্দ করেন বাবা। অর্থাত্ বাবুল সুপ্রিয়। তাঁর ছোট মেয়ে নয়নাকে নিয়ে আনন্দের মুহূর্তের একটি ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন বাবুল।
আসলে মেয়ের সঙ্গে সময় কাটানো মানে কোথাও মন ভাল হয়ে যাওয়া। রাজনীতি, গান, অভিনয়ের মাঝে তাই যেটুকু সময় মেলে এই একরত্তির সঙ্গে কাটান বাবুল। তিনি শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দের একটা ছোট মুহূর্ত, আমার ছোট জনের সঙ্গে।’
১২ অগস্ট, ২০১৭। বাবুলের স্ত্রী রচনা শর্মা নয়নার জন্ম দেন। সে দিন দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন বাবুল। তাঁর প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে, শর্মিলি।
আরও পড়ুন, ‘উমা হয়তো ১৫ মিনিট দেখে বেরিয়ে আসব...’
শুধু তো গায়ক নন। বাবুলকে সামলাতে হয় মন্ত্রীর দায়িত্বও। ফলে পরিবারের সঙ্গে অনেক সময়ই থাকা হয় না। সে সময় ছোট্ট নয়নার সঙ্গে ভিডিও কলেও কথা সেরে নেন বাবুল। হোয়াটস্অ্যাপের ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলার মুহূর্তও ফ্রেমবন্দি করে এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বাবুল সুপ্রিয়। 👨👧
A small moment of Joy with my younger one 👨👧 pic.twitter.com/4j8rcPwLsX
— Babul Supriyo (@SuPriyoBabul) May 26, 2018
শুধু তো গায়ক নন। বাবুলকে সামলাতে হয় মন্ত্রীর দায়িত্বও। ফলে পরিবারের সঙ্গে অনেক সময়ই থাকা হয় না। সে সময় ছোট্ট নয়নার সঙ্গে ভিডিও কলেও কথা সেরে নেন বাবুল। হোয়াটস্অ্যাপের ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলার মুহূর্তও ফ্রেমবন্দি করে এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বাবুল সুপ্রিয়।