ছবির টাইটেল কার্ডে নাম নেই রজনীকান্তের। নেই কমল হাসানের নামও। তবু উড়ান থামানো যাচ্ছে না খাঁটি দক্ষিণ ভারতীয় এই ছবিটির।
মুক্তি পাওয়ার ঠিক ন’দিনের মাথায় ৩০০ কোটি টাকা ঝুলিতে পুরে নিয়েছে সে। এস এস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ ছাপিয়ে যাচ্ছে বহু রেকর্ড। বলিউডের বিপণন বিশেষজ্ঞ ত্রিনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাহুবলী হল প্রথম কোনও প্রাদেশিক ছবি যা ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল। এর আগে রজনীকান্ত অভিনীত ‘এন্থিরান’ ২৯০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর শনিবার পর্যন্ত ‘বাহুবলী’ তুলেছে ৩০৩ কোটি টাকা। ইদের ছুটিতে সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পেলেও রাজামৌলীর দু’শো কোটির মহাকাব্যে তার কোনও প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন ফিল্ম পরিবেশকরা।
তামিল, তেলুগু দু’টি ভাষায় তৈরি এই ছবি একই সঙ্গে হিন্দিতেও মুক্তি পেয়েছিল ১০ জুলাই। বিপণন বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, হিন্দি ‘বাহুবলী’ ইতিমধ্যে ৫০ কোটি টাকা কামিয়ে ফেলেছে। এর আগে হিন্দিতে ডাব করা কোনও ছবি এত টাকা ঝুলিতে পোরেনি বলেই জানাচ্ছেন তাঁরা। বিদেশেও রমরমিয়ে চলছে ছবিটি।