একের পর এক বিতর্ক। কিছু দিন আগেই দ্বিতীয় স্ত্রী রিয়া মণি একগুচ্ছ অভিযোগ এনেছিলেন ও পার বাংলার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা এবং গর্ভপাত করানোর অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ হতে না হতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। আমেরিকার এক মহিলা চিকিৎসক নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। অন্য দিকে, তাঁর সহ-অভিনেত্রী ইতি চৌধুরীকে নিয়েও আলোচনা তুঙ্গে। সত্যিই কি সম্পর্কে আছেন হিরো আলম? এই মুহূর্তে ইতির সঙ্গে তাঁর আগামী ছবির শুটিং করছেন বাংলাদেশি ইউটিউবার। নতুন নায়িকার প্রেমে নাকি তিনি হাবুডুবু! ও পার বাংলায় গুঞ্জন এমনটাই। সত্যিই কি তাই? নাকি দেশ ছেড়ে এ বার আমেরিকাবাসী হবেন হিরো আলম?
আনন্দবাজার ডট কমকে ও পার বাংলার ইউটিউবার বললেন, “দু’দিক থেকেই প্রস্তাব দিয়েছে। ইতি চৌধুরীও ভাল মেয়ে। বেশ সুন্দরী। আবার আমেরিকা থেকেও বিয়ের প্রস্তাব পেয়েছি। আমার ইচ্ছা দেশ ছেড়ে বিদেশে গিয়েই সংসার পাতার। কিন্তু এখনও চূড়ান্ত কিছু করিনি।”
আরও পড়ুন:
স্ত্রী রিয়া মণিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন হিরো আলম? সেই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে তিনি বলেছিলেন, “বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।” রিয়া মণির সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ততায় ভরে যাবে তা ভাবেননি হিরো আলম। তিনি বলেন, “ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্যপ্রমাণ দরকার।” তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই ‘মহিলা’কে স্ত্রী হিসাবে মেনে নেবেন বলেও তিনি জানান।