Advertisement
১৪ অক্টোবর ২০২৪
Paran Bandopadhyay

দীর্ঘ বিরতির পর গায়কের ভূমিকায় পরান, নেপথ্যে কোন রহস্য? খোলসা করলেন অভিনেতা

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজ়ের জন্য গান গেয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

Bengali actor Paran Bandopadhyay recorded a song for upcoming web series Dadur Kirti

পরান বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৬:১৩
Share: Save:

অভিনেতা হিসেবে একের পর এক চরিত্রে দর্শককে চমকে দিয়েছেন। তবে ভুলে গেলে চলবে না, পরান বন্দ্যোপাধ্যায়ের গানের গলাও কিন্তু মন্দ নয়। তাঁকে এর আগে একাধিক ছবিতে অল্পবিস্তর গান গাইতে দেখা গিয়েছে। দীর্ঘ দিন পর আবার কোনও প্রজেক্টের জন্য গান গাইলেন পরান।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজ়ের জন্য একটি গান রেকর্ড করেছেন পরান। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে পরান গান গেয়েছিলেন। হঠাৎ করে রাজি হলেন কেন? আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, ‘‘আমি প্রথমে রাজি ছিলাম না। রাহুলকে বলেছিলাম অন্য কাউকে দিয়ে গানটা গাওয়াতে। আমি লিপ দেব।’’ একই সঙ্গে বর্ষীয়ান অভিনেতার সংযোজন, ‘‘আমি যদি গান গাই, তা হলে যাঁরা গান শিখে গাইতে আসছে তাঁদের প্রতি অবিচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রাহুল এতটাই আন্তরিক ভাবে জোর করল যে, রাজি না হয়ে পারলাম না।’’

Bengali actor Paran Bandopadhyay recorded a song for upcoming web series Dadur Kirti

ওয়েব ‘দাদুর কীর্তি’ সিরিজ়ের শুটিংয়ের ফাঁকে সত্যম ভট্টাচার্য ও পরান বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

এর আগে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও তরুণ মজুমদারের ছবিতেও পরান গান গেয়েছেন। এ বারে তাঁর অভিজ্ঞতা কী রকম? পরান বললেন, ‘‘দীর্ঘ দিন পর প্লে-ব্যাক করলাম। আসলে চিত্রনাট্যে এই গানটার বিশেষ গুরুত্ব রয়েছে। সিরিজ়টা দেখলে দর্শক বুঝতে পারবেন। খুবই সুন্দর অভিজ্ঞতা হয়েছে।’’

সিরিজ়ে পরানের গাওয়া গানটির নাম ‘মেলোড্রামা’। নেপথ্য গল্প শোনালেন পরিচালক। একান্নবর্তী পরিবার এবং ভূত নিয়ে জমজমাট এই সিরিজ়ে রয়েছে চৌধুরী পরিবারের গল্প। সেখানে দাদু সতীনাথ চরিত্রে পরান এবং বাড়ির দারোয়ান রফিকের চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য। রাহুল বললেন, ‘‘আমি এক দিন পরানদার মোবাইলের কলারটিউন শুনে ওঁর কণ্ঠস্বর ভেবেছিলাম। পরে উনি বলেন যে, গানটি আসলে শচীন দেব বর্মণের গাওয়া। দু’জনের কণ্ঠস্বরের মিল দেখে আমি ওঁকে সিরিজ়ে গাইতে অনুরোধ করি।’’

এই গানে পরান ছাড়াও কণ্ঠ মিলিয়েছেন সত্যম। পরিচালকের দাবি, শুধুই গান রাখার শর্ত মেনে এই গানটিকে রাখা হয়নি। বরং গল্পকে এগিয়ে নিয়ে যেতেই গানটি সিরিজ়ে এসেছে। সেখানে সিরিজ়ের চরিত্ররাও গলা মিলিয়েছেন। রাহুল বললেন, ‘‘গানের রেকর্ডিংয়ে আমরা খুব মজা করেছি। পুরো গানটাই সিরিজ়ে থাকছে। মনে হচ্ছে, দর্শক এই গানের দৃশ্যটা উপভোগ করবেন।’’ চলতি মাসেই মুক্তি পাবে ‘দাদুর কীর্তি’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE