শব্দবাজি নিয়ে চারিদিকে বিভিন্ন ধরনের সতর্কবার্তা। কিন্তু তার পরেও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবতে পারেননি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। বাধ্য হয়ে নিজের অসুবিধার কথা সমাজমাধ্যমে জানালেন। শব্দবাজির আওয়াজে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। কী ঘটেছে অভিনেতার সঙ্গে?
বাগবাজার অঞ্চলের বাসিন্দা অভিনেতা। পাশের আবাসনের ছাদ থেকে ক্রমাগত বাজির শব্দ বেড়েই চলেছে। কাচের জানালা বন্ধ করেও রক্ষা পাননি। সুরজিৎ বলেন, “একটা কাজ করতে বাড়ির উঠোনে এসেছিলাম। ভয়ঙ্কর বাজির শব্দে হঠাৎ করেই বুক ধড়ফড় শুরু করে। হাত-পা কেমন একটা হচ্ছিল। সেই সময় সাহায্যের জন্য বার বার ১০০ নম্বরে ফোন করছিলাম। কিন্তু লাভ হয়নি।”
ফেসবুকে নিজের অসুবিধার কথা লিখেছেন সুরজিৎ। ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই ইসিজি করিয়ে এসেছেন। এমনিতে কোনও অসুস্থতা নেই তাঁর। অভিনেতা বলেন, “উপায় না দেখে সঙ্গে সঙ্গে আমার চিকিৎসককে ফোন করি। একটি ওষুধ খেতে বলেন, যাতে স্নায়ু একটু শিথিল হবে। ধড়ফড়ানি কমবে। অমানবিক কিছু জনের কাছে এক জন মানুষের আর্তি, দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ করা হোক।” পথের পশুদের কথা ভেবে আরও চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতা। কালীপুজোর আগে থেকেই অভিনেতাদের অনেকেই পথের পশু এবং অসুস্থদের কথা ভাবার কথা বলেছেন সবাইকে। এত আলোচনার পরেও সুরজিৎ ভাবতে পারেননি এই সমস্যার সম্মুখীন হতে হবে তাঁকেও।