Advertisement
E-Paper

সোনালি দক্ষিণী শাড়িতে স্নিগ্ধ নুসরত, হঠাৎ কেন যশের সঙ্গে ছুটে গেলেন তিরুপতি মন্দিরে?

ডিসেম্বরে ‘আড়ি’র শুটিং শুরু করবেন যশ-নুসরত। তার আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিলেন দম্পতি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:৩৪
Bengali actor Yash Dasgupta and Nusrat Jahan visited Tirupati Balaji temple before starting their upcoming film Aari

বুধবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন ছবির চিত্রনাট্য হাতে নুসরত এবং যশ। ছবি: সংগৃহীত।

তাঁদের নতুন ছবির প্রস্তুতি তুঙ্গে। ডিসেম্বরে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান অভিনীত ‘আড়ি’ ছবিটির শুটিং শুরু হতে চলেছে। তার আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন দম্পতি। বুধবার সকালে তিরুপতি মন্দিরে দম্পতির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, তিরুপতি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন যশ-নুসরত। তাঁদের হাতে ‘আড়ি’ ছবিটির চিত্রনাট্য। পুজো দেওয়ার জন্য নুসরতের পরনে রয়েছে ঘিয়েরঙা শাড়ি। অন্য দিকে যশের পরনে সাদা পাঞ্জাবি এবং দক্ষিণী সোনালি পাড় সাদা ধুতি, সঙ্গে মানানসই উত্তরীয়। অন্য একটি ছবিতে দু’জনকে একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করতেও দেখা গিয়েছে। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে নুসরত বললেন, ‘‘নতুন ছবি শুরু করার আগে আমরা দু’জনেই বালাজি দর্শন করি। নতুন ছবি, একটা নতুন যাত্রার শুরু। তাই আশীর্বাদ চাই।’’

গত কয়েক বছরে বাংলায় মূল ধারার বাণিজ্যিক ছবি কোণঠাসা। সেখানে ‘সেন্টিমেন্টাল’-এর মাধ্যমে বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যশ এবং নুসরত। এ বার জুটির পরবর্তী ছবি ‘আড়ি’তে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা ও ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দর্শক যশ-নুসরতকে নতুন ভাবে আবিষ্কার করবেন। ছবিটি যে তাঁর প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য, সে কথাও এর আগে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন যশ।

সূত্রের খবর, সোমবার তিরুপতিতে পৌঁছন যশ-নুসরত। ‘আড়ি’ ছবিটি নিয়ে প্রযোজক হিসাবে তাঁরা কোনও ফাঁক রাখতে চাইছেন না। তাই শুভ কাজের আগে তিরুপতি বালাজির দর্শনে পৌঁছে গিয়েছেন তাঁরা। বুধবারই দম্পতির কলকাতা ফেরার কথা।

Yash Dasgupta Nusrat Jahan Bengali Actors Tollywood News New Bengali Film Aari Tirupati Temple Tirupati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy