Advertisement
E-Paper

দুবাইয়ে কাজ শেষ, পুজোর টানেই শহরে ফিরলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, কী পরিকল্পনা যুগলের?

দুবাই থেকে পোস্ট করা অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি ভাইরাল নিমেষে। পঞ্চমীতে শহরে ফিরলেন যুগল। জানালেন তাঁদের পুজোর পরিকল্পনা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৬:৩১
দুবাইয়ে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।

দুবাইয়ে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাঁদের গন্তব্য ছিল মরুশহর দুবাই। সেখান থেকে সমাজমাধ্যমে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন যুগল। তার পরেই অনুরাগীদের মধ্যে চর্চা, দু’জনে কি ছুটি কাটাচ্ছেন? কিন্তু আনন্দবাজার অনলাইনকে অঙ্কুশ জানিয়েছেন, তাঁরা আসলে পেশার কারণেই ১০ দিনের জন্য দুবাইয়ে ছিলেন।

মঙ্গলবার শহরে ফিরেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অভিনেতা জানালেন, তাঁদের সফরের নেপথ্যে ছিল একটি বিজ্ঞাপনী ছবির শুটিং। সেই প্রসঙ্গে এখনই বাড়তি কোনও তথ্য দিতে নারাজ অভিনেতা। কিন্তু শুধুই কি কাজ, না কি অবসরে দু’জনে একান্ত যাপনের সময় পেয়েছিলেন? উত্তরে হেসে অঙ্কুশ বললেন, ‘‘কাজের শেষে বাড়তি কয়েক দিন একটু সময় পেয়েছিলাম। যেটুকু সময় পেয়েছি, একটু ঘোরার চেষ্টা করেছি।’’

দুবাইয়ে অঙ্কুশ এর আগেও একাধিক বার গিয়েছেন। পাশাপাশি সেখানে তাঁর আত্মীয়-পরিজনেরাও রয়েছেন। তাই কয়েকটা দিন নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছেন। তবে পঞ্চমীতে কলকাতায় ফেরার নেপথ্যে যে পুজো অন্যতম কারণ সে কথাও জানাতে ভুললেন না অভিনেতা। বললেন, ‘‘প্রত্যেক বছর কোথাও গেলে, কাজ সেরে পুজোর আগে শহরে ফিরে আসার চেষ্টা করি অথবা পুজো কাটিয়ে তার পর শহরের বাইরে যাই। বছরের এই সময়টায় আত্মীয়-পরিজনদের সঙ্গে সময় কাটাতে ভালই লাগে।’’

সাধারণত পুজোর দিনগুলো শহরেই থাকতে পছন্দ করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে খুব বেশি ভিড় তাঁদের পছন্দ নয়। কী ভাবে দিনগুলো কাটাবেন তাঁরা? অঙ্কুশ বললেন, ‘‘পুজোর সময়ে সাধারণত বন্ধুদের সঙ্গে বাড়িতেই হইহুল্লোড় করি। পাশাপাশি পরিচিত কয়েকটা পুজোমণ্ডপে থাকার চেষ্টা করি। এ বারের পুজোও সেই ভাবে কাটবে।’’

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অঙ্কুশ প্রযোজিত ছবি ‘মির্জ়া’। তার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অঙ্কুশ জানালেন, আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ পরবর্তী কাজের পরিকল্পনা করবেন। সেটা কি ‘মির্জ়া ২’? অভিনেতার উত্তর, ‘‘আগে সব কিছু চূড়ান্ত হোক। তার পর এই প্রসঙ্গে মন্তব্য করব।’’

Ankush Hazra Oindrila Sen Bengali Actor Bengali Actress Tollywood News Celebrity Puja Planning Dubai Trip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy