‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’— অভিনেত্রীর ঝুলিতে একের পর এক হিট ধারাবাহিক। তাঁকে শেষ ‘চিনি’ ধারাবাহিকে দেখেছিলেন দর্শক। কিন্তু সেই কাহিনি দর্শকের খুব যে পছন্দ হয়েছিল তেমনটা নয়। কারণ, খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হয় সেই ধারাবাহিক। পড়াশোনা করতে করতেই অভিনয় চালিয়ে গিয়েছেন বিজয়লক্ষ্মী। এখন কী করছেন অভিনেত্রী? পর্দায় তাঁকে দেখা না গেলেও সমাজমাধ্যমের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝে নিজের নানা ধরনের পোস্ট করেন অভিনেত্রী। ছবি দেখে বোঝা যাচ্ছে, শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। আগের থেকে অনেকটাই ছিপছিপে। কেন অনেক দিন তাঁকে দেখা যাচ্ছে না ছোট পর্দায়? বিজয়লক্ষ্মীর কথায়, খুব বেশি দিন হয়নি শেষ হয়েছে তাঁর আগের ধারাবাহিক। এখন নিজেকে সব দিক থেকে তৈরির চেষ্টা করছেন তিনি।
বিজয়লক্ষ্মী বললেন, “বরাবরই পড়াশোনার সঙ্গে শুটিং চালিয়ে গিয়েছি আমি। খুব বেশি দিন হয়নি শেষ হয়েছে আমার ধারাবাহিক। শরীর চর্চা করছি। নিজের চেহারার দিকে নজর দিয়েছি। সাঁতার কাটছি।” সেই সঙ্গে মাস্টার ডিগ্রির পড়াশোনাও চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করছেন অভিনেত্রী। বিজয়লক্ষ্মী জানিয়েছেন, অনেকের সঙ্গেই কথাবার্তা হচ্ছে। তবে চূড়ান্ত কিছু হয়নি। কোনও কাজ চূড়ান্ত হওয়ার আগে অনেক পর্যায়ে কথাবার্তা হয়। কখনও তাঁর মনের মতো কিছু হচ্ছে তো, অন্য পক্ষের তা মনের মতো হচ্ছে না। এই সবের জন্য এখনও কোথাও ‘হ্যাঁ’ করেননি তিনি। সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন বিজয়লক্ষ্মী।