Advertisement
E-Paper

পাঁচ দিন হাসপাতালে, বন্ধ শুটিং, ধারাবাহিক থেকে কি সরে যাবেন মাধুরিমা? জানালেন অভিনেত্রী

অসুস্থতার কারণে শুটিং করতে পারছেন না অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। এ দিকে নির্মাতারাও নিরুপায়। কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৫
Bengali actress Madhurima Chakraborty is leaving the serial Rangamoti Tirandaj due to illness

‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের একটি দৃশ্যে মাধুরিমা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

গত পাঁচ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুটিং ফ্লোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় ছোট পর্দার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীকে। শোনা যাচ্ছে, অসুস্থতার কারণে অভিনেত্রীকে ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হবে।

এই মুহূর্তে দর্শক মাধুরিমাকে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে দেখছেন। সেখানে বৃন্দা নামের খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। কিন্তু এই মুহূর্তে জরায়ুর সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে মাধুরিমা বললেন, ‘‘এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। কিন্তু রক্তক্ষরণের জন্য খুবই দুর্বল। চিকিৎসকেরা জানিয়েছেন হয়তো আরও কয়েক দিন আমাকে হাসপাতালেই থাকতে হবে।’’

Bengali actress Madhurima Chakraborty is leaving the serial Rangamoti Tirandaj due to illness

হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

মেগা ধারাবাহিকের জগতে ‘অনুপস্থিতি’ কোনও ভাবেই মেনে নেন না দর্শকেরা। খল চরিত্র মানে প্রতি দিন দর্শকের সামনে উপস্থিতি। আলাদা দায়িত্ব থাকে অভিনেতার। এরই মধ্যে পাঁচটি দিন পেরিয়ে গিয়েছে। তাই নির্মাতারা মাধুরিমার জায়গায় নতুন কাউকে ভাবছেন। অভিনেত্রী বললেন, ‘‘কিছু করার নেই। আমি আমার তরফে প্রযোজককে জানিয়ে দিয়েছি। আমার জায়গায় নতুন কে আসবেন, তা এখনও জানি না।’’

অসুস্থতার কারণে চরিত্র থেকে সরে দাঁড়াতে হচ্ছে। মেনে নেওয়া মাধুরিমার কাছে কঠিন। বললেন, ‘‘খুবই খারাপ লাগছে। আসলে অভিনেতারা তো এক একটা চরিত্র তৈরি করেন, লালন করেন। আমার পরিবর্তে যিনি আসবেন, তিনি কেমন করবেন এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।’’

মাধুরিমা জানালেন, সমাজমাধ্যমের সূত্রে তাঁর অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্যের আশায় রয়েছেন। অভিনেত্রী সুস্থ হয়ে আরও এক বার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন।

Madhurima Chakraborty Bengali Serial Bengali Actress Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy