টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। যদিও এই মুহূর্তে খানিকটা বিরতি নিয়েছেন অভিনেত্রী নবনীতা। গত তিন-চার বছরে নবনীতার জীবনের যাত্রাপথে বাঁক এসেছে। তবে তিনি যে নতুন এই জীবনটা চুটিয়ে উপভোগ করছেন সেই ইঙ্গিত মিলছে তাঁর ইনস্টাগ্রামের পাতায়। মাসকয়েক আগে নিজের ফ্ল্যাট কিনেছেন। ইচ্ছে হলে ব্যাগপত্তর গুটিয়ে বেরিয়েও পড়েন। নেতিবাচক চিন্তার ধারেকাছে থাকেন না! নবনীতার কথায়, ‘‘আমি এত বেশি ইতিবাচক চিন্তাভাবনায় বাঁচি যে, নিজেরও মনে হয়, এত পজ়িটিভ কী ভাবে হতে পারি?’’ সম্প্রতি মুম্বইয়ের বিলাসবহুল হোটেল থেকে একগুচ্ছ ছবি দিলেন অভিনেত্রী। তবে কি মায়ানগরীতেই পাকাপাকি ভাবে থাকতে চলেছেন নবনীতা?
আরও পড়ুন:
আসলে তা নয়। অভিনেত্রী জানালেন, মুম্বইয়ে গিয়েছিলেন একটা বিয়ের নিমন্ত্রণ রক্ষায়। বহুদিনের ইচ্ছে ছিল, সেখানকার ঐতিহ্যবাহী হোটেলে ক’টা দিন কাটাবেন। যেমন ভাবা তেমন কাজ। বিয়েবাড়ি সেরে ক’টা দিন সেই বিলাসবহুল হোটেলে কাটান। নবনীতার কথায়, ‘‘গত তিন-চার বছর আগে এমন ভাবে জীবনটা কাটাইনি। গত বছর থেকে এ ভাবে বাঁচতে শুরু করলাম। আগে আমাকে সকলে বলত, কেন পার্টি করি না। এখন আমি অন্যদের প্ল্যান দিই। আমার জীবনযাত্রা এখন একেবারে অন্য রকম হয়ে গিয়েছে। মাঝে মাঝে মনে হয়, আরও আগে কেন এ ভাবে জীবনটা কাটাইনি।’’
তবে সংসারে বাঁধন, নাকি নিজের স্বাধীনতা— কোনটা চান নবনীতা? অভিনেত্রীর সাফ কথা, ‘‘আমি সংসার করছি তো। আমার নিজের বাড়ি আছে। সংসারের সব সামলে তার পর ঘুরতে, বেড়াতে হয়। বিয়ে মানেই সংসার। কিন্তু, সংসার মানেই বিয়ে নয়। আমি তো এখনও সংসার করছি। তবে এটা একটু অন্য রকম সংসার। বিয়ে মানে শুধুমাত্র একটি পার্টনারশিপ।’’ কিন্তু ফের কি বিয়ে করে সংসারী হওয়ার ইচ্ছে আছে নবনীতার? খানিকটা সময় নিয়ে নবনীতা বলেন, ‘‘আমি ভেবেচিন্তে আগেও কিছু করিনি। আগামী দিনেও করব না। আমি এতটুকু বলতে পারি, আমার জীবন পরিপূর্ণ। জানি না, পরিবার হলেই জীবনটা পরিপূর্ণ হয় কি না! আমার তো এই জীবনটা ভাল লাগছে।’’
এত কিছুর মাঝে টেলিভিশন থেকে এতটা সময় বিরতি নিয়ে থাকতে কি ভাল লাগছে? অভিনেত্রীর জানান, তিনি একটু বেছে কাজ করতে চান। এখনই ধারাবাহিকে ফিরতে চান, তেমন নয়। দিনে ১৮ ঘণ্টা ধরে কাজের অভ্যাসটা চলে গিয়েছে তাঁর। তবে নিজস্ব ব্যবসা রয়েছে। সেখানেই নবনীতা মনোনিবেশ করেছেন, আপাতত।