Advertisement
E-Paper

মুম্বইয়ে রহমানের সঙ্গে আড্ডায় অনিরুদ্ধ, সুরকার-পরিচালক কি নতুন জুটি বাঁধতে চলেছেন?

সম্প্রতি এআর রহমানের সঙ্গে আড্ডায় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। অনুরাগীদের অনুমান, দু’জনে কোনও নতুন কাজে জুটি বাঁধতে পারেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
Bengali director Aniruddha Roy Chowdhury and musician A R Rahman met for a chat

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং এআর রহমান। ছবি: সংগৃহীত।

তাঁর ছবির স্বতন্ত্র দর্শক-বৃত্ত রয়েছে। তাই পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী যখন ছবি তৈরি করেন, তখন সেই ছবি ঘিরে দর্শকের কৌতূহল লক্ষণীয়। এ বার পরিচালকের দেখা হল সুরকার এআর রহমানের সঙ্গে। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের প্রশ্ন, তা হলে কি এ বার তাঁরা জুটি বাঁধতে চলেছেন?

অনিরুদ্ধের একাধিক ছবিতে সুরকার হিসেবে তাঁর দীর্ঘ দিনের বন্ধু শান্তনু মৈত্র কাজ করেছেন। তিনি কি রহমানের সঙ্গে কাজের উদ্যোগ নিচ্ছেন? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অনিরুদ্ধ জানালেন, সম্প্রতি মুম্বইয়ে রহমানের সঙ্গে তাঁর দেখা হয়। দু’জনে একসঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে তিনি রহমানের সঙ্গে কাজের প্রসঙ্গে এখনই কোনও তথ্য দিতে নারাজ। অনিরুদ্ধ বললেন, ‘‘একাধিক বিষয়ে আমাদের কথা হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত নয়। তাই এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।’’

এর আগেও কয়েক বার রহমানের সঙ্গে দেখা হয়েছে অনিরুদ্ধের। তিনি নিজে রহমানের সঙ্গীতের ভক্ত। তাই তাঁর সঙ্গে কোনও কাজের যোগসূত্র তৈরি হলে, স্বাভাবিক ভাবেই তিনি তা হাতছাড়া করতে চাইবেন না। অনিরুদ্ধের কথায়, ‘‘অসাধারণ একজন মানুষ। ওঁর করা ‘রোজ়া’ এবং ‘রকস্টার’-এর সঙ্গীত তো আমার অত্যন্ত প্রিয়।’’

এই মুহূর্তে ‘ডিয়ার মা’ ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন অনিরুদ্ধ। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

A R Rahman Aniruddha Roy Chowdhury Bollywood Director Bengali Director Music Composer Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy