রাত পোহালেই ষষ্ঠী, দেবীর বোধন। বিসর্জনের বাজনা ধারাবাহিক ‘কথা’র সেটে। গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই, নতুন ধারাবাহিক আসছে। ফলে, বন্ধ হতে পারে রেটিং চার্টে প্রথম স্থানে থাকা এই ধারাবাহিকটি। শনিবার ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী রাইমা সেনগুপ্ত গুঞ্জনে সিলমোহর দিলেন। আনন্দবাজার ডট কম-কে জানালেন, পুজোর আগেই ধারাবাহিকের শুটিং শেষ।
রাইমা প্রথম দিন থেকে এই ধারাবাহিকে অভিনয় করেছেন। কয়েক মাস আগে ‘কথা’র সেটে তাঁর পর্দার বিয়ের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল। সে কথা মনে করিয়ে দিতেই কথায় বিষণ্ণতার ছোঁয়া। অভিনেত্রী বললেন, “ভাইরাল হয়ে গিয়েছিলাম। ওই একটি দৃশ্যের জন্য। সবটাই পাওয়া এই ধারাবাহিক থেকে।”
সকাল থেকে সকলের চোখ ভিজে। শুটিং করতে করতে অনেকেই অন্যমনস্ক হয়ে পড়ছেন বারে বারে। ধারাবাহিকের নায়ক-নায়িকা ‘কথা’ আর ‘এভি’ কী করছেন? এই দুই চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য। এই ধারাবাহিকে তাঁরা প্রথম জুটি বেঁধেছেন। প্রথম দিন থেকে নায়ক-নায়িকার রসায়ন দর্শকমন মুগ্ধ করেছিল, যার জেরে যে কোনও উদ্যাপনে জোট বেঁধে উপস্থিত হতে হত তাঁদের।
রাইমার কথায়, “ওঁরা শুটে ব্যস্ত। কিন্তু মন যে খারাপ সেটাও স্পষ্ট। দু’বছর ধরে কাজ করতে করতে আমরা ‘পরিবার’ হয়ে গিয়েছি।” শুটিং যে-ই শেষ হবে ওঁরাও হয়তো নিজেদের ধরে রাখতে পারবেন না, আন্দাজ অভিনেত্রীর। গত দু’বছর ধরে দুপুরের খাওয়া-দাওয়া জমজমাট ছিল। শেষ দিনেও তাতে ফাঁকি নেই। ভাত, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টির এলাহি আয়োজন। রাতে হয়তো কেক কেটে ‘র্যাপ আপ’ ঘোষণা করা হবে। “তখন আর কারও চোখের জল বাঁধ মানবে না”, দাবি রাইমার।
সব ঠিক থাকলে অক্টোবরে কালীপুজোর পরে ছোটপর্দায় ‘কথা’ ফুরোবে সাহেব-সুস্মিতার।