বাংলা ছবির দুঁদে খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়। কটা চোখ, লম্বা-চওড়া চেহারা। পর্দায় তাঁকে দেখলেই একসময় ভয় পেত দর্শক। এখন তাঁকে বড়পর্দায় খুব বেশি দেখা যায় না। কিন্তু শহরতলি, গ্রামাঞ্চলে এখনও মাচা অনুষ্ঠানে তাঁর বিপুল জনপ্রিয়তা। এমনই একটি অনুষ্ঠান করতে গিয়ে কটাক্ষে বিদ্ধ সুমিত। মঞ্চে মেজাজ হারালেন অভিনেতা।
সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড় অভিনেতার ভিডিয়োয়। মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে দর্শকাসনে বসে এক জন অশ্লীল মন্তব্য করেন সুমিতকে। তার পরেই আর নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি অভিনেতা।
সুমিত বলেন, “নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই তখন থেকে এই ভাবে আমায় গালিগালাজ করছেন! শিল্পী হতে চাইলে আসুন।” অভিনয়জীবনের অনিশ্চয়তার কথা মঞ্চে সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। তিনি বলেন,“আমাদের অবসরকালীন কোনও ভাতা নেই। পরবর্তীকালে আমাদের আর কেউ যখন ডাকবে না, তখন এই টাকা দিয়েই আমাদের পেট চালাতে হবে।”
এই ভিডিয়োয় একের পর নেতিবাচক মন্তব্য উপচে পড়েছে। এক জন লিখেছেন, “এই সুমিত গাঙ্গুলি এখন স্টেজে উঠেই এরকম একটা নাটক শুরু করে দেয়, আসলে না পারে গাইতে, না পারে নাচতে , এখন স্টেজে উঠে করবেটা কী, অগত্যা এই স্টেজে উঠে ভাষণ শুরু করে।” যদিও এই বিতর্কে পাল্টা কোনও মন্তব্য করেননি খলনায়ক সুমিত।