সময় যেন দুরন্ত গতিতে ছুটছে। ২০২৪ সালের ১৪ মে-র স্মৃতি এখনও দগদগে অভিনেত্রী তন্বী লাহা রায়ের মনে। এই দিনেই জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছিলেন অভিনেত্রী। ফিরে এল আরও এক ১৪ মে— অভিনেত্রীর মায়ের চলে যাওয়ার দিন। তাই এই দিনে বার বার মাকে মনে পড়ছে তন্বীর। ফেসবুকে এক লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী।
যে পোস্টে দেখা যাচ্ছে মায়ের ছবি হাতে একদৃষ্টে তাকিয়ে আছেন তন্বী। বার বার মায়ের কথা মনে পড়ছে তাঁর। এখনও তন্বীর মনে হয় এই বুঝি মায়ের ফোন আসবে! এই বুঝি মা তাঁর থেকে লিপস্টিক পরতে চাইবেন! তিনি লেখেন, “এই তো কাল রাত থেকে সময় দেখছি৷ কেবল মনে হচ্ছে এখনও তুমি ছিলে। পাশে বসে তোমার হাতটা ধরে ছিলাম। আগে জানলে তোমায় আটকে দিতাম। তুমি আমায় শক্ত হতে শিখিয়েছ। এই এক বছরে অনেক কিছু দেখেছি।”
আরও পড়ুন:
মা চলে যাওয়ার পর থেকে নিজেকে আরও কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মীরা চরিত্রে দেখছেন দর্শক। সম্প্রতি তন্বী আর রাজদীপ গুপ্তের বিচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে বিপুল।