প্রায় পাঁচ বছর পরে ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী পায়েল রায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে সুদর্শনার চরিত্রে দর্শক তাঁকে দেখছে। অম্বরীশ ভট্টাচার্যের বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি, ঋজু বিশ্বাসের সঙ্গেও একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে বেশি কিছু হিন্দি ছবি, ওয়েব সিরিজ়ে কাজ করলেও ছোটপর্দা থেকে দূরেই ছিলেন তিনি। কেন?
অভিনেত্রীর দাবি, ছোটপর্দা তাঁর ভালবাসা। দূরে থাকার মতো কোনও উদ্দেশ্য নেই তাঁর। কিন্তু মনের মতো চরিত্র পাচ্ছিলেন না। তাই সে ভাবে কাজ শুরু করতে পারছিলেন না। পায়েল বলেন, “ছোটপর্দা দিয়ে আমার অভিনয়যাত্রার শুরু। তাই ধারাবাহিকে অভিনয় করব না, এটা একেবারেই নয়। মাঝে একটু অন্য ধরনের কাজও করছিলাম। সুদর্শনা চরিত্রের বুনন আমাকে টেনেছে। আর উপরি পাওনা হল লীনা গঙ্গোপাধ্যায়। ওঁর সঙ্গে সব শিল্পীই কাজ করতে চান। আমিও তেমনই। অম্বরীশদার মতো সহ-অভিনেতা পেলে প্রতিটা দৃশ্য আরও তরতাজা হয়ে ওঠে। ভাল কাজের টানেই ছোটপর্দায় ফেরা আমার।”
আরও পড়ুন:
২০০৯ সালে ‘চারুলতা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়যাত্রার শুরু পায়েলের। প্রথম ধারাবাহিকেই সকলের নজর কেড়েছিলেন। তার পরে বেশ কিছু ধারাবাহিকে কাজ করলেও তাঁকে সে ভাবে পাওয়া যায়নি। অভিনেত্রী জানিয়েছেন, নায়িকা হতেই হবে, এই বাসনা তাঁর নেই। তবে অভিনেত্রী হয়ে ওঠার বাসনা রয়েছে। তাই চরিত্রের গভীরতার দিকেই বেশি গুরুত্ব দিতে চান অভিনেত্রী।