টিআরপি তালিকায় শীর্ষস্থানের লড়াইয়ে ‘পরিণীতা’ প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। চলতি সপ্তাহেও তারা প্রথম হয়েছে। রায়ান ও পারুলের ঝুলিতে এসেছে ৭.২ নম্বর। দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও কোনও নড়চড় হয়নি। ৬.৫ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানের অধিকারী ‘ফুলকি’ পেয়েছে ৬.৪।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে এক ধাপ নেমে চতুর্থ স্থান দখল করেছে ‘রাঙামতি তিরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। গত কয়েক সপ্তাহে ‘গীতা এলএলবি’র নম্বর অনেকটাই কমেছে। তারা এ বারে পঞ্চম স্থান দখল করেছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.২। চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে যৌথ ভাবে রয়েছে দু’টি ধারাবাহিক— ‘কথা’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।

চলতি সপ্তাহে ৫.৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘উড়ান’। অষ্টম স্থানাধিকারী ‘চিরসখা’র প্রাপ্ত নম্বর ৫.২। নবম স্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’। কিন্তু নম্বর কম হলেও প্রথম দশে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। প্রাপ্ত নম্বর ৫.০। চলতি সপ্তাহে দশম স্থানেই রয়েছে ‘গৃহপ্রবেশ’।