কখনও বিচ্ছেদ তো কখনও সাতপাক ঘোরার গল্প! টেলিপাড়া আপাতত সরগরম ‘খুকুমণি’ ওরফে দীপান্বিতা রক্ষিতের বিয়ের খবরে। গুঞ্জন, ডিসেম্বরেই নাকি আইনি বিয়ে সারছেন তিনি। পাত্র পশুচিকিৎসক গৌরব দত্ত।
এসভিএফ প্রযোজনায় স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এই ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। ইতিমধ্যেই ধারাবাহিকের অন্যান্য চরিত্রের লুক টেস্ট হয়ে গিয়েছে। ছোটপর্দার একাধিক জনপ্রিয় মুখকে ধারাবাহিকে দেখা যাবে। শুটিং শুরু হলে ব্যস্ততা বাড়বে। তাই আইনি বিয়ে সেরে ফেলতে চাইছেন তিনি। এ-ও শোনা যাচ্ছে, দুই পরিবারের হাতেগোনা সদস্যের উপস্থিতিতে ছোট করে আইনি বিয়ে সারবেন তাঁরা।
আরও পড়ুন:
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল নায়িকার সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে।
এ দিকে টেলিপাড়ায় কানাকানি, পাত্র-পাত্রী দু’জনের বাড়িই বাঁকুড়ায়। সেই সূত্রে সমাজমাধ্যমে তাঁদের আলাপ। দীপান্বিতার অনেক পোষ্য। সারমেয়, বিড়ালদের দত্তক নিয়েছেন তিনি। পোষ্যদের চিকিৎসার জন্যই গৌরবের কাছে নিয়মিত যাতায়াত। চার বছরের চেনাজানা ক্রমশ বদলে যায় ভাললাগায়। এক বছর সম্পর্কে থাকার পর চার হাত এক হচ্ছে।