Advertisement
E-Paper

ছোটপর্দায় সেরা ২০২৫: বাস্তবের চেয়ে কাহিনি সত্য, তবে গল্পের গরু শাশুড়ি-বৌমার সীমা পার করল

ছোটপর্দার ধারাবাহিক বাঙালি দর্শকের একটা বড় অংশের সন্ধ্যা কাটানোর রসদ। ২০২৫ সালের সেরা ৫ অনুষ্ঠান কোনগুলি, বেছে নিল আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩
২০২৫ সালের সেরা ৫ টেলিভিশন শো।

২০২৫ সালের সেরা ৫ টেলিভিশন শো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কাহিনি নির্ভর না কি বাস্তব ভিত্তিক, টেলিভিশনে কোনটা বেশি জনপ্রিয় হবে, তা নিয়ে দ্বন্দ্ব আজকের নয়। তবে ২০২৫ সালও দেখাল, বাস্তব কঠিন। কাহিনির উপরে এখনও অন্য কোনও কথা নেই। ‘সারেগামাপা’, ‘দাদাগিরি’ অতি জনপ্রিয় হলেও কাহিনির কাছাকাছি নয়। সে অর্থে বাংলায় টেলি-জগৎ বদলায়নি বললেই চলে। তবে, একটা বদল চোখে পড়ার মতো। কাহিনির প্রতি টান যতই থাকুক, এ বছর অন্তত বাস্তবের কাছাকাছি থেকে সে সব গল্প তৈরি হয়েছে। টিভি-র ধারাবাহিকে তা দেখানো হয়েছে। এবং তা দর্শক গ্রহণ করেছে। সে সব চেষ্টা দেখে এবং দর্শকের মনের উপর নানা অনুষ্ঠানের প্রভাব বিবেচনা করে, আনন্দবাজার ডট কম বেছে নিয়েছে ২০২৫ সালে দেখানো ছোট পর্দার সেরা ৫টি অনুষ্ঠান।

স্বতন্ত্র-কমলিনীর সমীকরণ আগ্রহ বাড়িয়েছে দর্শকের।

স্বতন্ত্র-কমলিনীর সমীকরণ আগ্রহ বাড়িয়েছে দর্শকের। ছবি: সংগৃহীত।

চিরসখা

২০২৫–এর জানুয়ারি থেকে শুরু হয় লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিক। পরিণত প্রেমের গল্প। দেওর-বৌদির বন্ধুত্ব মোড় নিয়েছে দাম্পত্যে। পঞ্চাশ ঊর্ধ্ব নায়ক-নায়িকার ছকভাঙা ভালবাসা এক অর্থে অচেনাকে গ্রহণ করতে শিখিয়েছে বাঙালি সমাজকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা দুই শিল্পী অপরাজিতা ঘোষ এবং সুদীপ মুখোপাধ্যায়ের সমীকরণ নজর কেড়েছে বিশেষ ভাবে।

দুই বোনের কাহিনি ধারাবাহিকে অন্য মোড় এনেছে।

দুই বোনের কাহিনি ধারাবাহিকে অন্য মোড় এনেছে। ছবি: সংগৃহীত।

জোয়ার ভাঁটা

ছোটপর্দায় মূলত প্রেমের গল্পই দেখানো হয়। যেখানে নায়ক আর নায়িকা থাকে। তাদের সম্পর্কের উত্থান-পতন, টালমাটালের গল্প দেখতেই অভ্যস্ত দর্শক। সেখানে দুই বোনের সম্পর্ক নিয়ে সম্পূর্ণ অন্য ভাবে তৈরি হয়েছে এই কাহিনি। বাবা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে শহরে আসে দুই বোন। এক জন শান্ত, ভেবেচিন্তে কাজ করতে বিশ্বাসী। আর অন্য জন সোজাসাপ্টা, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার পরেও দুই বোন কী ভাবে জীবনের কঠিন সময় পার করছে, তা নিয়েই তৈরি হয়েছে কাহিনি। আর বিনোদনের জগতে এসেছে আবার অন্য ভাবে সমাজকে দেখানোর চেষ্টা।

রায়ান-পারুলের মিষ্টি প্রেমের গল্পে মজেছে দর্শক।

রায়ান-পারুলের মিষ্টি প্রেমের গল্পে মজেছে দর্শক। ছবি: সংগৃহীত।

পরিণীতা

প্রেমের গল্প বরাবরই দর্শকের প্রিয়। ‘পরিণীতা’র কাহিনিও আদ্যোপান্ত প্রেমের। গ্রামের মেয়ে পারুল শহরে আসে পড়তে। অন্য দিকে, রায়ান একেবারে অন্য পরিবেশে মানুষ হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে রায়ান-পারুলের বিয়ে। সেখান থেকে এগোয় গল্প। নায়ক-নায়িকার খুনসুটি যেমন নজর কেড়েছে, তেমনই গ্রাম ও শহরে বড় হওয়া দুই ছেলেমেয়ের বন্ধুত্বও দর্শকের একাংশের প্রিয় হয়ে উঠেছে। চিরাচরিত প্রেমের গল্পও দিয়েছে নতুনের সন্ধান।

সঞ্চালিকা হিসাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার।

সঞ্চালিকা হিসাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। ছবি: সংগৃহীত।

দিদি নম্বর ১

নতুন নয়। তবে এখনও বহু জনের মনে ১ নম্বর স্থান ধরে রেখেছে। প্রায় ১৫ বছর ধরে সম্প্রচারিত হচ্ছে দিদি নম্বর ১। ঘরে ঘরে যখন মেয়েদের কথা নিয়ে নানা গল্প ভিত্তিক ধারাবাহিক হয়, এই অনুষ্ঠান বাস্তব নিয়ে। এ সময়ের মেয়েদের ভানা-ইচ্ছা-কথা সঙ্গে আনন্দ-মজায় মাতিয়ে রেখেছে অনুষ্ঠানটি। সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও তারই সঙ্গে হয়ে উঠেছেন ঘরের মানুষ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী হন। নিজেদের মনের কথা রচনার সঙ্গে ভাগ করে নিতে উন্মুখ থাকেন। তাই গত দেড় দশক হাড্ডাহাড্ডি লড়াই করেও ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে এঁটে উঠতে পারেনি কেউই।

নতুন সঞ্চালিকা হিসাবে সুদীপ্তা চক্রবর্তীও বেশ আলোচিত হয়েছেন।

নতুন সঞ্চালিকা হিসাবে সুদীপ্তা চক্রবর্তীও বেশ আলোচিত হয়েছেন। ছবি: সংগৃহীত।

লাখ টাকার লক্ষ্মীলাভ

খুব অল্প দিনেই রিয়্যালিটি শো হিসাবে নিজেদের জায়গা পাকা করেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানটি। মেয়েদের নিয়ে ঘরোয়া এমন অনুষ্ঠান আরও যে হয়নি, তা নয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই ‘দিদি নম্বর ১’-এর বিপুল জনপ্রিয়তায় ঢাকা পড়েছে সে সব। কিন্তু খুব অল্প দিনেই রচনা সঞ্চালিত অনুষ্ঠানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে সুদীপ্তা চত্রবর্তীর নতুন রিয়্যালিটি শো।

Best Bengali Television Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy