Advertisement
E-Paper

ভাবিজির এই আইটেম ডান্স দেখেছেন?

বলিউডের আসন্ন রোম্যান্টিক কমেডি ‘পটেল কি পঞ্জাবি শাদি’ ছবিতে দেখা যাবে শিল্পার এই ডান্স। সঞ্জয় ছেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৫
ভাবিজি হলেন আইটেম গার্ল! ছবি— সংগৃহীত।

ভাবিজি হলেন আইটেম গার্ল! ছবি— সংগৃহীত।

ঐতিহ্যশালী বাড়ির বউ থেকে সোজা আইটেম ডান্সার। হিন্দি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিল্পী শিন্ডের নাচ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল।

সিরিয়ালে ‘অঙ্গুরি ভাবি’র চরিত্রেও বেশ জনপ্রিয় শিল্পা। তবে বলিউডের ফিল্মে সরাসরি আইটেম ডান্স দিয়ে হাতেখড়ি হওয়ায় স্তম্ভিত তাঁর ফ্যানেরাও। আইটেম গানটিতে তাঁর সঙ্গে দেখা যাবে ঋষি কপূর ও বীর দাসকে। নয়ের দশকের জনপ্রিয় সঙ্গীত পরিচালক যতীন-ললিতের সুরে গানটি গেয়েছেন নেহা কক্কর এবং ঐশ্বর্যা নিগম। গানের নাম ‘মারো লাইন’।

 

আরও পড়ুন, বিকিনি পরে ছবি শেয়ার করলেন এষা

আরও পড়ুন, ‘অক্টোবর’-এ বরুণের গার্লফ্রেন্ড!

বলিউডের আসন্ন রোম্যান্টিক কমেডি ‘পটেল কি পঞ্জাবি শাদি’ ছবিতে দেখা যাবে শিল্পার এই ডান্স। সঞ্জয় ছেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর। ছবিতে প্রেম চোপড়া, পরেশ রাওয়াল, বীর দাস, ঋষি কপূর অভিনয় করেছেন।

শিল্পা ছোট পর্দার বড় মুখ। এর আগেও বেশ কয়েকবার নানা কারণে শিরোনামে এসেছেন তিনি। এক প্রযোজকের বিরুদ্ধে এক বার শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন শিল্পা। সম্প্রতি ‘বিগ বস ১১’-এর হাউজমেট হওয়ার জন্যও নাকি তাঁকে আমন্ত্রণ জানানো হতে পারে।

Shilpa Shinde Tv Celebrities Big Boss Patel Ki Punjabi Shaadi Upcoming Movies Bhabi Ji Ghar Par Hai শিল্পা শিন্ডে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy