যৌন হেনস্থার অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন কৌতুকশিল্পী ভারতী সিংহ। নারীদের নিরাপত্তা নিয়ে প্রায়ই আলোচনা হয়। কিন্তু তা-ও যৌন হেনস্থার মুখোমুখি হতে হয় নারীদের। ভারতী জানান, তিনিও একসময়ে হেনস্থার শিকার হয়েছিলেন। কিন্তু তখন জানতেনই না, খারাপ স্পর্শ কোনটা।
খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন ভারতী। একাকী মা তাঁকে বড় করেছেন। আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছেন তিনি। তাই নানা রকমের কাজ করে রোজগার করার চেষ্টা করেছেন তিনি একটা সময়ে। ছোট থেকেই কৌতুকশিল্প নিয়ে বিশেষ আগ্রহ ভারতীর। স্কুল-কলেজে গিয়ে কৌতুকশিল্প নিয়ে ওয়ার্কশপ করতেন। সেই সময়ে বাসে যাতায়াতের পথে দুধবিক্রেতারা হেনস্থা করতেন কৌতুকশিল্পীকে।
আরও পড়ুন:
নিজের কলেজ থেকে তিন দিনের ছুটি নিয়ে অন্য কলেজে বা স্কুলে গিয়ে কৌতুকশিল্পের প্রশিক্ষণ দিতেন তিনি। ভারতীর কথায়, “আমি এক বন্ধুর সঙ্গে এই কলেজগুলোতে যেতাম প্রায় ভোর পাঁচটা নাগাদ। ওই সময়ে বাসে উঠতেন বহু দুধওয়ালা। বেশ ভিড় থাকত বাস। সবাই স্বচ্ছন্দে দাঁড়াতে পারতেন, এমন নয়।”
ভিড়ের মধ্যেই প্রায়ই এই দুধবিক্রেতাদের খারাপ স্পর্শের শিকার হতেন ভারতী। তাঁর সঙ্গে ঠিক কী ঘটছে, তা বুঝতে প্রায় আড়াই বছর লেগে গিয়েছিল কৌতুকশিল্পীর। ভারতী বলেছেন, “আমি এতটাই শিশুসুলভ ছিলাম, কেউ খারাপ ভাবে স্পর্শ করলেও আমি ভাবতাম, নিশ্চয়ই টাল সামলাতে পারেননি বলে আমার সঙ্গে স্পর্শ হচ্ছে।”
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করেছিলেন, কোন স্পর্শ ভাল আর কোনটা খারাপ। ভারতী জানিয়েছেন, তাঁর মা ও বোন লজ্জা পেতেন এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে। তাই সময় ওই অভিজ্ঞতাই তাঁকে সব শিখিয়েছিল।