Advertisement
০৫ মে ২০২৪
Bhaswar Chatterjee

Bhaswar-Rohaan: আগে আমি নিশানায় ছিলাম, এ বার রোহন! কাজ না পেলে কে দায় নেবেন? ক্ষোভ ভাস্বরের

রোহনের পাশে ভাস্বর। গুজব ছড়ানো বন্ধ হোক, দাবি অভিনেতার। প্রশ্ন তুলেছেন, গুঞ্জনের জেরে অভিনেতাদের ক্ষতি হলে দায় কার?

রোহন ভট্টাচার্যের নামে ভুয়ো খবর ছড়ানোয় ক্ষোভে ফেটে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়।

রোহন ভট্টাচার্যের নামে ভুয়ো খবর ছড়ানোয় ক্ষোভে ফেটে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৪:০২
Share: Save:

ক্ষোভে ফেটে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। রোহন ভট্টাচার্যের নামে ভুয়ো খবর ছড়ানোর জন্য ধিক্কার জানিয়েছেন। তাঁর দাবি, এর আগে তিনি নিশানায় ছিলেন। এ বার রোহন। যে যা পারছেন লিখছেন। প্রশ্নও তুলেছেন, ‘এতে যদি বেচারা আর কাজ না পায় তার দায় কে নেবেন?’ আনন্দবাজার অনলাইনকেও অভিনেতা বলেছেন, ‘‘ইন্ডাস্ট্রিতে একদল রটিয়েছিল, আমি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছি! সঙ্গে সঙ্গে ভুয়ো রটনা ছড়াল, 'ভাস্বর বলেছেন তিনি কাজ ছেড়ে দিচ্ছেন।' এর পরেই এক অনুষ্ঠানে গিয়ে প্রশ্নের মুখোমুখি, আমি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছি! কেউ সত্যি বিচারই করেননি।"

দিন কয়েক ধরেই রোহনকে নিয়ে এমন গুজব ভাইরাল। ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর আনন্দবাজার অনলাইনকে রোহন জানিয়েছিলেন, আপাতত তিনি ছোট পর্দায় নেই। অনেক দিন ধরেই ওয়েব সিরিজে অভিনয়ের ইচ্ছে। সুযোগ পেয়েছেন। আপাতত সেটিই করবেন। সেই খবর বিকৃত হয়ে ছড়িয়ে গিয়েছে, রোহন আর ছোট পর্দায় অভিনয় করবেন না। যার জেরে আনন্দবাজার অনলাইনের মাধ্যমে বার্তা দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামেও আলাদা করে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, ‘‘ছোট পর্দায় ফেরার জন্য আমিও সমান আগ্রহী। ভাল কোনও চরিত্র পেলেই আবার ধারাবাহিকে ফিরব।’’

ভাস্বরের মতে, অভিনেতাদের বক্তব্য তুলে শিরোনাম হচ্ছে। এখনকার পাঠকেরা পুরো খবর পড়েন না। তাঁরা শিরোনামে চোখ বুলিয়েই ছেড়ে দিচ্ছেন। মন্তব্য লিখছেন। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে অভিনেতাদের। ফেসবুক পোস্টেও লিখেছেন তিনি, ‘এর প্রেক্ষিতে রোহনের পেশাজীবনের বারোটা বাজতে পারে। চ্যানেল তাঁর বিপক্ষে গিয়ে তাঁকে কাজ দেওয়া বন্ধ করে দিতে পারে। একটা লোকের কাজের জায়গায় ক্ষতি করতে লজ্জা করে না আপনাদের?’ আনন্দবাজার অনলাইনের কাছে ভাস্বরের আক্ষেপ, ‘‘আমরা সারাদিন পরিশ্রম করে দর্শকদের বিনোদন জোগাই। আমাদেরই ক্ষতির চেষ্টা! এই আচরণের প্রতিবাদ সবাইকে একসঙ্গে করতে হবে। তাতে যদি কাজ হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE