প্রশ্ন: আপনার নম্বরে ফোন করলে ‘ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট’ গানটি শুনতে পাওয়া যায়… নিজের সঙ্গে মিল পান?
বিবৃতি: নিশ্চয়ই। আমি কিছু বিষয়ে খুব স্পষ্ট। আবার অনেকেই মনে করেন, কোনও কোনও ক্ষেত্রে আমি নিজের চারদিকে রহস্যের বেড়াজাল তৈরি করে রেখেছি। তাতে ভুল দেখি না। সত্যিই তো, আমার ব্যক্তিগত পরিসরে কেউ খুব একটা প্রবেশ করতে পারে না। সমাজে কোনও অন্যায় হলে, বা এক জন মহিলা হয়ে মহিলাদের জন্য প্রতিবাদ করতে হলে, অথবা ধরা যাক, পশুদের উপর অত্যাচার হলে আমি যে রকম স্পষ্ট ভাষায় কথা বলি, নিজের বিষয়ে তো আমি কাউকে কিছু বলতে পারি না। আর সেখানেই বোধ হয় এই গানটির সঙ্গে এত একাত্ম বোধ করি।
প্রশ্ন: ব্যক্তিগত বিষয় বলতে?
বিবৃতি: যাঁদের আমি ভালবাসি, তাঁদের সামনে কোনও দিনও নিজের ভালবাসা জাহির করতে পারি না। আমার ভাগ্নে, ভাগ্নিদের আমি ‘বাঁদর’, ‘ছাগল’ বলে ডাকি। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, ওই ডাকগুলিতেই ভালবাসা লুকিয়ে আছে। ‘সোনা’, ‘মনা’ করে ডাকলে বোঝা যাবে, তাঁরা আমার ঘনিষ্ঠ নন। মা-বাবা বা আমার সঙ্গী... সবার ক্ষেত্রেই এই তত্ত্বটি খাটে।