Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Rubina Dilaik

মিস শিমলা থেকে এশিয়াসেরা সেক্সিদের তালিকায়, বিগ বস জয়ী রুবিনা চাইতেন মহাকাশচারী হতে

সম্প্রতি বিগ বস সিজন ১৪-র ফলাফল ঘোষিত হয়েছে। টানা কয়েক মাস ঘরবন্দি থাকার পর বাড়ি ফিরতে পেরেছেন প্রতিযোগীরা। সঙ্গে নিয়ে গিয়েছেন ভালমন্দ মেশানো নানারকম স্মৃতি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫০
Share: Save:
০১ ১৯
সম্প্রতি বিগ বস সিজন ১৪-র ফলাফল ঘোষিত হয়েছে। টানা কয়েক মাস ঘরবন্দি থাকার পর বাড়ি ফিরতে পেরেছেন প্রতিযোগীরা। সঙ্গে নিয়ে গিয়েছেন ভালমন্দ মেশানো নানারকম স্মৃতি।

সম্প্রতি বিগ বস সিজন ১৪-র ফলাফল ঘোষিত হয়েছে। টানা কয়েক মাস ঘরবন্দি থাকার পর বাড়ি ফিরতে পেরেছেন প্রতিযোগীরা। সঙ্গে নিয়ে গিয়েছেন ভালমন্দ মেশানো নানারকম স্মৃতি।

০২ ১৯
প্রতিযোগীরা প্রত্যেকেই নিজেদের ঢঙে প্রতিযোগিতা জেতার নানা কৌশলের সাহায্য নিলেও তাঁদের সামনে দিয়ে ট্রফি হাতে বেরিয়ে গিয়েছেন রুবিনা দিলায়ক। কে এই রুবিনা দিলায়ক?

প্রতিযোগীরা প্রত্যেকেই নিজেদের ঢঙে প্রতিযোগিতা জেতার নানা কৌশলের সাহায্য নিলেও তাঁদের সামনে দিয়ে ট্রফি হাতে বেরিয়ে গিয়েছেন রুবিনা দিলায়ক। কে এই রুবিনা দিলায়ক?

০৩ ১৯
১৯৮৭ সালে হিমাচল প্রদেশের শিমলায় জন্ম রুবিনার। রুবিনার বাবা এক জন লেখক। হিন্দি ভাষায় প্রচুর বই লিখেছেন তিনি।

১৯৮৭ সালে হিমাচল প্রদেশের শিমলায় জন্ম রুবিনার। রুবিনার বাবা এক জন লেখক। হিন্দি ভাষায় প্রচুর বই লিখেছেন তিনি।

০৪ ১৯
প্রথমে শিমলা পাবলিক স্কুল এবং পরে সেন্ট বেদে’স কলেজ থেকে পড়াশোনা করেছেন রুবিনা। ছোটবেলায় মহাকাশচারী হতে চাইতেন। কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী।

প্রথমে শিমলা পাবলিক স্কুল এবং পরে সেন্ট বেদে’স কলেজ থেকে পড়াশোনা করেছেন রুবিনা। ছোটবেলায় মহাকাশচারী হতে চাইতেন। কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী।

০৫ ১৯
পড়াশোনাতে চিরকালই মেধাবী ছিলেন। স্কুলে পড়ার সময় জাতীয় মঞ্চে বিতর্ক প্রতিযোগিতার জয়ী হয়েছিলেন।

পড়াশোনাতে চিরকালই মেধাবী ছিলেন। স্কুলে পড়ার সময় জাতীয় মঞ্চে বিতর্ক প্রতিযোগিতার জয়ী হয়েছিলেন।

০৬ ১৯
পড়াশোনা সম্পূর্ণ করার পর বিভিন্ন সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০০৬ সালে ‘মিস শিমলা’ হন। ২০০৮ সালে উত্তর ভারত সুন্দরীর খেতাবও জেতেন।

পড়াশোনা সম্পূর্ণ করার পর বিভিন্ন সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০০৬ সালে ‘মিস শিমলা’ হন। ২০০৮ সালে উত্তর ভারত সুন্দরীর খেতাবও জেতেন।

০৭ ১৯
২০১৬ সালে ব্রিটিশ সাপ্তাহিক ইস্টার্ন আই-এর বিচারে এশিয়ার প্রথম ৫০ জন সেক্সি মহিলার তালিকায় ১১ নম্বরে নাম উঠে আসে তাঁর। তার পরের বছরও এই তালিকায় ছিলেন তিনি। ২০১৭ সালে তাঁর স্থান ছিল ১০ নম্বরে।

২০১৬ সালে ব্রিটিশ সাপ্তাহিক ইস্টার্ন আই-এর বিচারে এশিয়ার প্রথম ৫০ জন সেক্সি মহিলার তালিকায় ১১ নম্বরে নাম উঠে আসে তাঁর। তার পরের বছরও এই তালিকায় ছিলেন তিনি। ২০১৭ সালে তাঁর স্থান ছিল ১০ নম্বরে।

০৮ ১৯
রুবিনা টেলিভিশন সিরিয়াল দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে ‘ছোটি বহু’-তে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

রুবিনা টেলিভিশন সিরিয়াল দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে ‘ছোটি বহু’-তে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

০৯ ১৯
সহজ সরল বৌমার ভূমিকায় মন জিতে নেন তিনি। বিগ বস জেতার পিছনেও তাঁর সহজ সরল মনের প্রভাবই রয়েছে বলে মনে করেন অনেকে।

সহজ সরল বৌমার ভূমিকায় মন জিতে নেন তিনি। বিগ বস জেতার পিছনেও তাঁর সহজ সরল মনের প্রভাবই রয়েছে বলে মনে করেন অনেকে।

১০ ১৯
ওই সিরিয়ালে অবিনাশ সচদেবের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাঁদের জুটিও খুব পছন্দ করেছিলেন দর্শক।

ওই সিরিয়ালে অবিনাশ সচদেবের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাঁদের জুটিও খুব পছন্দ করেছিলেন দর্শক।

১১ ১৯
বাস্তবেও তাঁরা একে অপরকে ডেট করতে শুরু করেন। কিন্তু তাঁদের রসায়ন বেশি দূর এগতে পারেনি।

বাস্তবেও তাঁরা একে অপরকে ডেট করতে শুরু করেন। কিন্তু তাঁদের রসায়ন বেশি দূর এগতে পারেনি।

১২ ১৯
এর পর একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘বরেলি কি বেটি’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তরেছেন। ২০১৮ সালে তিনি অভিনেতা অভিনব শুক্লকে বিয়ে করেন।

এর পর একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘বরেলি কি বেটি’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তরেছেন। ২০১৮ সালে তিনি অভিনেতা অভিনব শুক্লকে বিয়ে করেন।

১৩ ১৯
স্বামী অভিনবের সঙ্গেই বিগ বসের ঘরে গিযেছিলেন রুবিনা। সেখানে রাখি সবন্তের সঙ্গে স্বামীকে নিয়ে প্রচুর লড়াই হয় তাঁর।

স্বামী অভিনবের সঙ্গেই বিগ বসের ঘরে গিযেছিলেন রুবিনা। সেখানে রাখি সবন্তের সঙ্গে স্বামীকে নিয়ে প্রচুর লড়াই হয় তাঁর।

১৪ ১৯
অভিনবের প্রেমে যেন পাগল হয়ে উঠেছিলেন রাখি। বিনোদনের নামে অনেক সময়ই সীমা অতিক্রম করে ফেলতেন রাখি। তাতে অসম্মানিত হতেন অভিনব।

অভিনবের প্রেমে যেন পাগল হয়ে উঠেছিলেন রাখি। বিনোদনের নামে অনেক সময়ই সীমা অতিক্রম করে ফেলতেন রাখি। তাতে অসম্মানিত হতেন অভিনব।

১৫ ১৯
অভিনবের কোনও অসম্মান মেনে নিতেন না রুবিনা। এ নিয়ে অনেকবার রাখিকে সাবধানও করেন তিনি।

অভিনবের কোনও অসম্মান মেনে নিতেন না রুবিনা। এ নিয়ে অনেকবার রাখিকে সাবধানও করেন তিনি।

১৬ ১৯
৪ মাসের কিছু বেশি সময় বিগ বসের ঘরে কাটিয়েছেন রুবিনা। এই অল্প সময়েই সারা ভারতের দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি।

৪ মাসের কিছু বেশি সময় বিগ বসের ঘরে কাটিয়েছেন রুবিনা। এই অল্প সময়েই সারা ভারতের দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি।

১৭ ১৯
রিয়্যালিটি শো-এর ঘরেই অভিনব ও রুবিনার দাম্পত্যের বিভিন্ন ওঠাপড়ার কাহিনি জানা যায়। বিগ বস-এ না এলে গত নভেম্বর মাসেই সম্ভবত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যেত।

রিয়্যালিটি শো-এর ঘরেই অভিনব ও রুবিনার দাম্পত্যের বিভিন্ন ওঠাপড়ার কাহিনি জানা যায়। বিগ বস-এ না এলে গত নভেম্বর মাসেই সম্ভবত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যেত।

১৮ ১৯
এই শো-এর সুবাদে একে অপরকে তাঁরা সময় দিতে বাধ্য হন। তাঁদের সম্পর্কের ক্ষতগুলিও ধীরে ধীরে ভরাট হয়ে যায় বলে দাবি তারকা দম্পতির।

এই শো-এর সুবাদে একে অপরকে তাঁরা সময় দিতে বাধ্য হন। তাঁদের সম্পর্কের ক্ষতগুলিও ধীরে ধীরে ভরাট হয়ে যায় বলে দাবি তারকা দম্পতির।

১৯ ১৯
বিগ বস ১৪ জেতার পর রুবিনার জন্য একটি সারপ্রাইজ পার্টিরও আয়োজন করেছিলেন অভিনব।

বিগ বস ১৪ জেতার পর রুবিনার জন্য একটি সারপ্রাইজ পার্টিরও আয়োজন করেছিলেন অভিনব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE