সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের সুপারিশ করল বিহারের নীতীশ কুমার সরকার। যার বিরুদ্ধে পাল্টা আপিল করেছেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী।
আজ সাংবাদিক বৈঠকে নীতীশ বলেন, ‘‘সুশান্তের বাবা যে-হেতু বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন, আমরা তখনই সিবিআই তদন্তের সুপারিশ করতে পারিনি। কিন্তু এখন সুশান্তের বাবা সিবিআই তদন্তে সম্মত হয়েছেন। এ বিষয়ে তাঁর ডিজিপি-র সঙ্গে কথাও হয়েছে। কে কে সিংহ সম্মত হওয়ার পরেই আমি ডিজিপি-র সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সেরে ফেলতে বলেছি। আজই সিবিআই তদন্তের সুপারিশ করে আবেদন পাঠাব আমরা।’’
নীতীশ আরও বলেন, ‘‘বিহার পুলিশের সঙ্গে অসহযোগিতা করছে মুম্বই পুলিশ। পটনা থেকে পাঠানো আইপিএস অফিসারকে জোর-জবরদস্তি কোয়রান্টিনে পাঠানো হল। সিবিআইয়ের এক্তিয়ার অনেক বেশি। তাই আশা করা যায়, তাদের তন্তকারীরা এ ধরনের বাধার সম্মুখীন হবেন না।’’ সাংবাদিক বৈঠকের কিছু ক্ষণ পরেই নীতীশ টুইট করেন, ‘‘মৃত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বাবার করা এফআইআরের ভিত্তিতে এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ পাঠিয়ে দিয়েছি আমরা।’’