আরজি কর-কাণ্ডের এক বছর পার। গত বছর ৯ অগস্ট কর্তব্যরত অবস্থায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক তরুণী চিকিৎসকের। অভিযোগ, তাঁকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার বিচারপ্রক্রিয়া এখনও চলছে। খবর, মৃতার ন্যায়বিচার চেয়ে ওই ঘটনার এক বছর পরে, আগামী ৯ অগস্ট সকাল থেকে ফের পথে নামতে পারেন রাজ্যের ছাত্র-চিকিৎসকদের সংগঠনের সদস্যেরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকালে রাখি-বন্ধন কর্মসূচি পালন করা হবে। সে দিন রাতে ফের ‘রাতদখল’-এর ডাক।
গত বছর ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে সারা শহর পথে নেমেছিল মৃতার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ জানাতে। মৃতার নামে তৈরি হয়েছিল ‘অভয়া মঞ্চ’। শোনা যাচ্ছে, ওই মঞ্চ থেকেই আগামী ১৪ অগস্ট ফের ‘রাত দখল’-এর ডাক দেওয়া হতে পারে। গত বারের কর্মসূচিতে শহরবাসীর সঙ্গে প্রতিবাদে, ক্ষোভে ফেটে পড়েছিলেন বিনোদন দুনিয়ার খ্যাতনামীরাও। এক বছর ধরে নানা কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁদের। কখনও তাঁরা রাজ্যের ছাত্র-চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। কখনও তাঁরা পাশে থেকেছেন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব ছাত্র-চিকিৎসকদের। কখনও বা পথ হেঁটেছেন শহরবাসীর সঙ্গে। সেই দলে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, সোহিনী সরকার, লগ্নজিতা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, তানিকা বসু, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ এবং আরও অনেককে।
আরও পড়ুন:
ফের ‘রাত দখল’ কর্মসূচি হলে আবার বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা পথে নামবেন? কাদের ওই রাতে দেখা যেতে পারে?
জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ঊষসী, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল, দেবলীনা, চৈতি, বিরসা, বিদীপ্তা, তানিকার সঙ্গে। কিঞ্জল এখনও ১৪ অগস্টের ‘রাত দখল’ অভিযানের কথা জানেন না। তাই তাঁর বক্তব্য, “বিষয়টি সম্বন্ধে এখনও কিছুই জানি না। আমায় কিছু জানানো হয়নি। ফলে, কিছু না জেনে এখনই এই বিষয়ে কিছু বলতে পারছি না।” একই কথা বলেছেন পরিচালক-অভিনেত্রী চৈতি ঘোষালও। তাঁর কথায়, “না জেনে এ রকম স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। আগে পুরোটা জানি। তার পর কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে ভাবব।”
ঊষশী আন্দোলনের শুরু থেকে যুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ৯ অগস্ট ছাত্র-চিকিৎসক সংগঠনের ডাকা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তেমনই ইচ্ছা তাঁর। ১৪ অগস্ট আবার 'রাতদখল'-এর ডাক পেলে কী করবেন অভিনেত্রী? ঊষশীর কথায়, "এখনও এ রকম কোনও কর্মসূচির কথা শুনিনি। সত্যিই সে রকম কিছু ঘটলে অবশ্যই আমায় সবাই পাবেন।" অভিনেত্রী আরও যোগ করেছেন, "এক বছর হয়ে গেল, বিচার পেলেন না মৃত তরুণী চিকিৎসক। এই ধরণের কর্মসূচি এটাই বোঝায়, আমরা কিন্তু ভুলিনি। আমিও বিচারের শেষ দেখতে চাই।"
এ দিকে, ১৪ অগস্টের ‘রাত দখল’ অভিযানের কথা বিরসা, বিদীপ্তা, দেবলীনা, তানিকার কানে পৌঁছেছে। তাঁরা জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। সত্যিই এ রকম কোনও কর্মসূচি হলে তাঁরা কি পথে নামবেন? চার জনের প্রত্যেকেই বলেছেন, “যেখানে যখন প্রতিবাদ হবে আমরা পথে নামব। মৃত তরুণীর পাশে আগেও ছিলাম, আগামী দিনেও থাকব।” পাশাপাশি, প্রশ্ন তুলেছেন তানিকা। তাঁর জিজ্ঞাসা, “সমর্থন অবশ্যই জানাব। এতে কি কোনও ফল হবে? আমি আবার আগের মতো প্রতিবাদে উত্তাল হতে পারি। তাতে ন্যায় আসবে কি?” অভিনেত্রীর আফসোস, ন্যায়ের আশায় গত এক বছর ধরে নানা কর্মসূচি হয়েছে। তার পরেও ন্যায় অধরাই থেকে গেল।