বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্ত। —ফাইল ছবি।
বিশ্ব বই দিবসে অভিনব পোস্ট বিরসা দাশগুপ্তের। বই হাতে নিয়ে পোস্টের ছড়াছড়ি সমাজমাধ্যম জুড়ে। ‘ওয়ার্ল্ড বুক ডে’-তে ‘বুক’ নিয়ে ছবি দিলেন পরিচালক। তবে এখানে ‘বুক’ শব্দের অর্থ বই নয়!
নীল জলরাশিতে বুকের মধ্যে আগলে রেখেছেন স্ত্রী বিদীপ্তাকে। পরম প্রশান্তিতে বিরসাকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী। দূরে উঁকি দিচ্ছে ছোট্ট মেয়ে। রোম্যান্টিক ছবিটি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন বিরসা। লিখেছেন, “আজ ওয়ার্ল্ড বুক ডে। সবাই বুক হাতে ছবি দিচ্ছে। আমিও দিলুম...বুকে বিদীপ্তা!”
পোস্টের মন্তব্যের ঘরে ভালবাসা ও শুভেচ্ছার বন্যা। প্রশংসায় মজলেন টেলিপাড়ার বাসিন্দা থেকে সাধারণ মানুষ। মারাত্মক তাপপ্রবাহে খানিক স্বস্তির মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। ১৪ বছরের দাম্পত্য জীবনে মাখো মাখো রোম্যান্সকে কার্যত বাহবা দিচ্ছেন অনুরাগীরা। যেখানে প্রায়শই বিচ্ছেদ খবরের শিরোনামে আসে, সেখানে বিরসা-বিদীপ্তার সম্পর্কের সমীকরণ উদাহরণ হয়ে উঠছে। দম্পতির আবেগঘন ছবি অন্তত সেই সাক্ষ্য বহন করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy