Advertisement
E-Paper

দিলজিতের ছবিতে বাধা বিজেপির! একাধিক পাকিস্তানি অভিনেতাকে নিয়ে ঘনীভূত হচ্ছে ক্ষোভ

পহেলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এই দেশে। ভারতের ‘অপারেশন সিঁদুরে’র বিরুদ্ধেও সমাজমাধ্যমে সরব হয়েছিলেন পাকিস্তানের কয়েকজন শিল্পী। তার পরে পাক শিল্পীদের সমাজমাধ্যম পর্যন্ত নিষিদ্ধ হয়েছে এই দেশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:০১
BJP film body demands ban on Diljit Dosanj’s film Sardarji 3

দিলজিতের ছবির উপর কোপ। ছবি: সংগৃহীত।

আগামী ২৭ জুন মুক্তি পাওয়ার কথা দিলজিৎ দোসঞ্জের ছবি ‘সর্দারজি ৩’। এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তাই এ বার বিজেপির চলচ্চিত্র সংগঠনের কোপের মুখে পঞ্জাবি অভিনেতার এই ছবি। হানিয়া ছাড়াও এই ছবিতে পাকিস্তানের অভিনেতা নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবেলা অভিনয় করেছেন।

বিজেপি-সমর্থিত চলচ্চিত্র সংগঠন চিত্রপট কামগার আঘাড়ির দাবি, এই ছবির উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে। পহেলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এই দেশে। ভারতের ‘অপারেশন সিঁদুরে’র বিরুদ্ধেও সমাজমাধ্যমে সরব হয়েছিলেন পাকিস্তানের কয়েকজন শিল্পী। তার পরে পাক শিল্পীদের সমাজমাধ্যম পর্যন্ত নিষিদ্ধ হয়েছে এই দেশে।

বিজেপির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, “ভারতের চলচ্চিত্রের সঙ্গে পাকিস্তানি অভিনেতাদের কোনও রকমের যোগ বরদাস্ত করা হবে না। ‘সর্দারজি ৩’ যেন কোনও ভাবেই সেন্সর বোর্ডের ছাড়পত্র না পায়। এটা আমাদের দাবি। এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। এই দাবি দেশের ভাবাবেগের জন্য এবং দেশের সম্মানের জন্য।”

তাঁরা আরও বলেছেন, “জনসমক্ষে ভারতকে শত্রু হিসাবে ঘোষণা করেছে পাকিস্তান। আর আমরা ওদের শিল্পীদের জন্য দরজা খুলে রাখছি। এটা মেনে নেওয়া যায় না।” সম্প্রতি দিলজিৎ এই ছবির শুটিং সেট থেকে পর্দার পিছনের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। সেই ছবিগুলির মধ্যে নেটাগরিকেরা হানিয়া আমিরের ছবিও খুঁজে বার করে।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পরে ফওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ ছবিটিও নিষিদ্ধ হয়েছে এই দেশে।

Diljit Dosanjh Hania Aamir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy