‘সোনালি বেন্দ্রে ইজ নো মোর’। ঠিক এমন তথ্যই টুইটে শেয়ার করে বিপাকে পড়লেন বিজেপি বিধায়ক রাম কদম। এই ভুল তথ্য শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে পরে নিজের ভুল স্বীকার করে টুইট করেন রাম।
শুক্রবার রাম কদম টুইটারে একটি হোয়াটস্অ্যাপ মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘সোনালি বেন্দ্রে, যিনি হিন্দি এবং মরাঠি সিনেমা শাসন করেছেন, তিনি আর নেই।’ এই ভুল তথ্য শেয়ার হওয়ার পরই ট্রোলড হতে হয় রামকে। অনেকেই বলতে শুরু করেন, রাম নিজেই গুজব ছড়াচ্ছেন। এরপরই ওই পোস্ট সরিয়ে নেন বিজেপি বিধায়ক।
নিজের ভুল বুঝতে পেরে পরে রাম টুইট করেন। তিনি লেখেন, ‘সোনালি বেন্দ্রে সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে তা গুজব। গত দু’দিন ধরে আমি ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’